East Medinipur News: জেলা পর্যায়ের ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপ শুরু তমলুকে

Last Updated:

পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ শুরু হল তমলুকে

+
title=

পূর্ব মেদিনীপুর: ডিস্ট্রিক্ট ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৩ শুরু হল তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। এই চ্যাম্পিয়নশিপ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ৪ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত চলবে। পূর্ব মেদিনীপুর জেলার ১৯ টি কলেজের ছাত্র-ছাত্রীরা এই স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করেছে। দৌড় সহ ১০ টি বিভিন্ন ধরনের খেলায় প্রায় ৩৯৪ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। অ্যাথলেটিকস ছাড়াও থাকছে ছাত্রদের ফুটবল এবং ছাত্রীদের খোখো খেলা।
বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকারা খেলার মাঠে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন। এই ডিস্ট্রিক ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্টের বিজয়ীরা ইন্টার কলেজ স্টেট লেভেলে অংশগ্রহণ করার সুযোগ পাবে। ইন্টার কলেজ স্টেট লেভেলের সফল ছাত্রছাত্রীরা ন্যাশনাল লেভেলে প্রতিদ্বন্দিতার সুযোগ পাবে। এই বছর পূর্ব মেদিনীপুর জেলার ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়।
advertisement
advertisement
প্রদীপ প্রজ্জলন এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ডিস্ট্রিক্ট ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানিক উদ্বোধন করেন তমলুকের মহাকুমাশাসক বুদ্ধদেব পান। এছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলার ইভেন্ট শুরুর আগে প্রতিটি কলেজের ছাত্রছাত্রীরা মার্চ পোস্টে অংশগ্রহণ করে। তিন দিন ধরে এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট আয়োজিত হবে তমলুকের রাখাল গ্রাউন্ডে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: জেলা পর্যায়ের ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপ শুরু তমলুকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement