গড়িয়া থেকে আসা ২২ পর্যটকের দলে আচমকা ছড়াল বিষাদ! সুন্দরবনের মাতলা নদীতে তলিয়ে নিখোঁজ ১
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
সুন্দরবনে বেড়াতে এসে গড়িয়া থেকে আসা পর্যটক মাতলা নদীতে পড়ে নিখোঁজ। কুলতলি থানায় অভিযোগ, পুলিশ ও সঙ্গীরা উদ্ধারকাজে ব্যস্ত, এখনও সন্ধান মেলেনি।
অর্পণ মণ্ডল, কুলতলি: সুন্দরবনে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। কুলতলি থানার অন্তর্গত মাতলা নদীতে তলিয়ে গেলেন এক পর্যটক। নিখোঁজ ওই ব্যক্তি গড়িয়া থেকে আসা একটি পর্যটক দলের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গড়িয়া থেকে মোট ২২ জনের একটি পর্যটক দল গত ১৬ তারিখ সুন্দরবন ভ্রমণে আসেন। নির্ধারিত সূচি অনুযায়ী তাঁরা বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি মাতলা নদীর উপর নৌকাতেই রাত্রিযাপন করছিলেন। শনিবার গভীর রাতে নদীতে নৌকার উপর অবস্থান করার সময় আচমকাই পা পিছলে মাতলা নদীতে পড়ে যান এক পর্যটক।
advertisement
advertisement
ঘটনার পরই সঙ্গীরা নদীতে তল্লাশি শুরু করেন। রাতভর খোঁজাখুঁজি চালানো হলেও নিখোঁজ পর্যটকের কোনও সন্ধান পাওয়া যায়নি। নদীর স্রোত এবং অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হয় বলে জানা গিয়েছে।
অবশেষে আজ সকালে ওই পর্যটক দলের সদস্যরা কুলতলি থানায় এসে নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। পাশাপাশি, নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
advertisement
পুলিশ জানিয়েছে, কীভাবে ওই পর্যটক নদীতে পড়ে গেলেন এবং নিরাপত্তা সংক্রান্ত কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনও খোঁজ মেলেনি।
শীতকালে সুন্দরবন ঘুরতে যেতে অনেকেই পছন্দ করেন। মাতলা নদীর পাড়েও পর্যটকের ঢল নামে। তবে তার মধ্যেও অতি উৎসাহে বা প্রাকৃতিক কারণে কখনও সখনও বিপদ ঘনিয়ে আসে। গড়িয়া থেকে আসা একদল পর্যটকের আনন্দে হঠাৎ বাধা। হই হই আড্ডার মাঝে ছড়িয়ে গেল ভয়। কোথায় গেলেন তাঁদের সঙ্গী?
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 18, 2026 10:46 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
গড়িয়া থেকে আসা ২২ পর্যটকের দলে আচমকা ছড়াল বিষাদ! সুন্দরবনের মাতলা নদীতে তলিয়ে নিখোঁজ ১











