South 24 Parganas News: নিউজ 18 লোকালের খবরের জের! অবশেষে খোলা হবে টিকিট কাউন্টার, আশ্বাস রেলের
- Published by:Arjun Neogi
Last Updated:
South 24 Parganas News:
#জয়নগর: দীর্ঘদিন যাবত জয়নগর রেল স্টেশনের দু'নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার টি বন্ধ থাকায় রেলযাত্রীরা সমস্যায় পড়েন । সেই খবর আমাদের ২সেপ্টেম্বর প্রকাশিত হয় তারপরে ই নড়েচড়ে বসে রেলের আধিকারিক রা। আমরা দেখেছিলাম তিন তিনটে কাউন্টার কিন্তু তা প্রায় বন্ধ টিকিট কাউন্টার চলে গিয়েছিল হকারদের দখলে । কাউন্টারে জায়গায় উঠে এসেছে ফলের বাজার আজ তার অন্য চিত্র পুরো কাউন্টারটি পরিষ্কার করে দিয়েছে রেলের তরফ থেকে।
পাশাপাশি সদ্য রেলওয়ে ইউজার্স কনসাল্টেটিভ কমিটির সদস্য জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস তিনি এই খবর পাওয়া মাত্রই জয়নগর স্টেশনে পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন জয়নগর থানার ভারপ্রাপ্ত আইসির উপস্থিতিতে তিনি রেলের যাত্রীদের স্বাচ্ছন্দের কথা নিজের মুখে শোনেন পাশাপাশি তিনি যাত্রীদের পরিষেবা আরো কিভাবে ভালো করা যায় সে ব্যাপারে রেলের আধিকারিকদের সাথে কথাও বলেন।
advertisement
তিনি রেল আধিকারিকদের জানান এবং ওই টিকিট কাউন্টার পুনরায় চালু করার ব্যাপারেও দীর্ঘক্ষণ আলোচনা করেন। রেলস্টেশন পরিদর্শন করে এবং রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করার পর রেলওয়ে ইউজার্স কনসাল্টেটিভ কমিটির সদস্য বিশ্বনাথ দাস তিনি জানান এই দু'নম্বর টিকিট কাউন্টার চালুর সাথে সাথে জয়নগর প্ল্যাটফর্মে ফ্লাইওভারটি দীর্ঘদিন সমস্যা আছে এটি যাতে নতুন ভাবে যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয় সে ব্যাপারে আলোচনা হয় এছাড়া এই স্টেশনে যাত্রীদের টয়লেটের একটি বড় সমস্যা আছে যাতে এখানে টয়লেটের ব্যবস্থা করা যায় সেটাও আমি ডি আরএমকে জানাবো। এছাড়া যাত্রীদের কোনও রকম সমস্যা যাতে না হয় সে দিকটাও নজর দেওয়া হয় সে বিষয়ে আলোচনা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: Coochbehar News: আধুনিক পদ্ধতিতে পাট পচানোর প্রদর্শনী বক্সিরহাটে, কৃষি দফতরের উদ্যোগে খুশি চাষীরা
আরও পড়ুন: টানা এগারো দিন বন্ধ বেশিরভাগ ট্রেন চলাচল, যাত্রীদের দুর্ভোগ চরমে
পাশাপাশি পূর্ব রেলের এক আধিকারিক প্রণয় প্রসূন মালিক সাংবাদিকদের জানান বিধায়কের দাবি অনুযায়ী অল্প দিনের মধ্যেই দু'নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টারে রেলযাত্রীরা যাতে টিকিট কাটতে পারে সে ব্যবস্থা করা হবে। এবং ওই দু'নম্বর টিকিট কাউন্টারে যেগুলি হকারদের দখলে ছিল সেগুলি আমরা পুরোপুরি ভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই টিকিট কাউন্টার খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে।
advertisement
সুমন সাহা
Location :
First Published :
September 06, 2022 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নিউজ 18 লোকালের খবরের জের! অবশেষে খোলা হবে টিকিট কাউন্টার, আশ্বাস রেলের