South 24 Parganas News: ৯ বছর পর সাজা ঘোষণা! ফলতার মিষ্টি ব্যবসায়ী খুনে ৭ জন অভিযুক্তকে ‌যাবজ্জীবন কারাদণ্ড!

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার সহরারহাটে মিষ্টি ব্যবসায়ী খুনে ৯ বছর পর সাজা ঘোষণা করল ডায়মন্ড হারবারের এডিজে আদালত।

ফলতা: দক্ষিণ ২৪ পরগনার সহরারহাটে মিষ্টি ব্যবসায়ী খুনে ৯ বছর পর সাজা ঘোষণা করল ডায়মন্ড হারবারের এডিজে আদালত। অভিযুক্ত ৮ জনকে দোষী সাব্যস্ত করে ৭ জনকে আজীবন কারাদণ্ড ও ১ জনকে ১৪ বছরের কারাদন্ডের নির্দেশ দিলেন বিচারক জয় প্রকাশ সিংহ ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ শে মার্চ সন্ধেবেলায় দক্ষিণ ২৪ পরগনার ফলতার সহরারহাটের রিত্বিকা সুইটস এর মালিক কার্তিক ঘোষকে দোকানে ঢুকে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনার পর মোট ১১ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এদের মধ্যে দুজন ফেরার থাকলেও ৯ জনকে গ্রেফতার করে ফলতা থানার পুলিশ। এরই মাঝে জেল হেফাজতে থাকা অবস্থায় এক বন্দির মৃত্যু হয়।সোমবার ডায়মন্ড হারবার এডিজে আদালতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন বিচারক। মঙ্গলবার সেই মামলার রায়ে অভিযুক্ত রাজা খানকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক জয়প্রকাশ সিংহ।
advertisement
advertisement
অন্যদিকে বাকি ৭ অভিযুক্ত মজফফর মিস্ত্রী,উত্তম দোলুই,সবেদ আলি সেখ, সাহাজাদা পাইক,আক্তার উদ্দিন মোল্লা,কাদের সেখ, সাইদুল সেখকে আজীবন কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। অবশ্য নিজের বাবার খুনিদের সাজা ঘোষণার পর নিহত কার্তিক ঘোষের মেয়ে জানান, তাঁর মৃত বাবা বিচার পেল না ঘটনায় মূল অভিযুক্ত রাজা খানের মাত্র ১৪ বছরের কারাদণ্ড হয়েছে।
advertisement
আগামী দিনে মূল অভিযুক্ত রাজা খানের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে উচ্চ আদালতে যাবেন তারা।অপরদিকে সাজাপ্রাপ্ত আসামিদের আইনজীবী সুদীপ চক্রবর্তী বলেন, তার মক্কেলদেরকে ফাঁসানো হয়েছে এডিজি আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাবেন তারা।
অবশ্য এই ঘটনায় সরকারি আইনজীবী স্বপনকুমার কপাট বলেন, ২০১৪ থেকে কার্তিক ঘোষ খুনের মামলা চলছিল এই মামলায় মোট ৩৫ জন সাক্ষী ছিলেন। সমস্ত বিষয় খতিয়ে দেখার পর বিচারক মঙ্গলবার সাজা ঘোষণা করেন। সাজা ঘোষণার পর সরকারি আইনজীবী পুলিশের সহযোগিতা ও বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানান।
advertisement
তবে এ ঘটনায় পুলিশ আধিকারিক মিতুন কুমার দে বলেন, নৃশংস খুনের ঘটনা ঘটেছিল ২০১৪ সালে এই ঘটনার ইনভেস্টিগেশন অফিসার ছিলেন সুদীপ সিং। অত্যন্ত দক্ষতার সঙ্গে পুলিশ তদন্ত করে এবং আজকের আদালত এই মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ১জনকে ১৪ বছরের কারাদণ্ড ঘোষণার পাশাপাশি বাকি ৭ জনের আজীবন কারাদণ্ডের নির্দেশ দেন।
advertisement
অনীশ উদ্দিন মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ৯ বছর পর সাজা ঘোষণা! ফলতার মিষ্টি ব্যবসায়ী খুনে ৭ জন অভিযুক্তকে ‌যাবজ্জীবন কারাদণ্ড!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement