South 24Parganas News: বাংলা নয়, বন্দে ভারতে এক্সপ্রেস বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর, তোপ মুখ্যমন্ত্রীর
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
বাংলা নয়, বন্দে ভারতে এক্সপ্রেস বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর। গঙ্গাসাগর থেকে বললেন মুখ্যমন্ত্রীবাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়।
#গঙ্গাসাগর: বাংলা নয়, বন্দে ভারতে এক্সপ্রেস বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর। গঙ্গাসাগর থেকে বললেন মুখ্যমন্ত্রী বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়। বন্দে ভারতে পাথর ছোঁড়া ইস্যুতে বৃহস্পতিবার ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।
রেল সাফ জানিয়ে দিয়েছে, বাংলায় নয়, বিহারে মধ্যে দিয়ে যাওয়ার সময় সেমি হাইস্পিড ট্রেনে পাথর ছোঁড়া হয়েছিল। এরপরই সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। আর বাংলার সমালোচনা করে বিপাকে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। রীতিমতো ঢোঁক গিলতে বাধ্য হয়েছেন তাঁরা। এদিন গঙ্গাসাগরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়। এই অপচেষ্টার কড়া নিন্দা করছি। বন্দে ভারতে পাথর ছুঁড়ে বাংলাকে বদনামের চেষ্টা করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
ক্ষমতায় বিজেপি সরকার না খাকলে কি পাওয়ার অধিকার নেই? এরপরই রাজ্যেকে বঞ্চনা নিয়ে সরব হন তিনি। তাঁর কথায়,বন্দে ভারত তো পুরনো ট্রেনকে রং করে চালিয়ে দিয়েছে। গত ১১ বছরে রাজ্যকে একটা নতুন ট্রেনও দেয়নি। বরং বহু ট্রেন বন্ধ করে দিয়েছে।
সুমন সাহা
view commentsLocation :
First Published :
January 05, 2023 8:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: বাংলা নয়, বন্দে ভারতে এক্সপ্রেস বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর, তোপ মুখ্যমন্ত্রীর