৩৫ টুকরো দেহের হাড় ও চুল উদ্ধারের পর DNA পরীক্ষার রিপোর্ট এল, সবই শ্রদ্ধার দেহাংশ

Last Updated:

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাড়ের টুকরো ও একগুচ্ছ চুলের ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে।

শ্রদ্ধা ওয়ালকর
শ্রদ্ধা ওয়ালকর
#নয়াদিল্লি: দিল্লির গুরগাঁও ও মেহরৌলির জঙ্গল থেকে যে হাড়ের টুকরো উদ্ধার করেছিল পুলিশ, সেগুলি শ্রদ্ধা ওয়ালকরের। বুধবার ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তদন্তকারী দলের অফিসার এ কথা জানিয়েছেন। হায়দরাবাদে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ও ডায়াগনস্টিক্সে এই নমুনা পরীক্ষা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাড়ের টুকরো ও একগুচ্ছ চুলের ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে। সেগুলি সবই শ্রদ্ধা ওয়ালকরের বলেই প্রমাণিত হয়েছে। এবার এইমসের চিকিৎসকেরা হাড়ের টুকরোর অটোপসি করবেন। শ্রদ্ধা-খুনে মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালা গ্রেফতারের পর ওই জঙ্গলে নিয়ে গিয়েছিলেন পুলিশকে।
আরও পড়ুন: ব্যবহার তো করেন, কন্ডোমের বাংলা নাম কি জানেন? মনেই করতে পারছেন না অধিকাংশ মানুষ
গত ১৮ মে শ্রদ্ধাকে গলা টিপে তাঁর লিভ ইন পার্টনার আফতাব খুন করেছিলেন বলে অভিযোগ। পরের ১৮ দিন ধরে প্রেমিকা শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করেছিলেন আফতাব। লুকিয়ে রেখেছিলেন ফ্রিজে। সেই সময় ফ্ল্যাটে অন্য মেয়েদের নিয়ে ফূর্তি, মদ্যপানও চলেছে দিনের পর দিন। এর পর আশপাশের জঙ্গলে ফেলে এসেছিলেন দেহের টুকরো।
advertisement
advertisement
আরও পড়ুন: আড়াই লক্ষ টাকা খরচা করে স্ত্রী-র সিলিকনের মূর্তি গড়ালেন ৬৫-র বৃদ্ধ, কারণ শুনলে চমকে যাবেন! 
গত অক্টোবরে মহারাষ্ট্র পুলিশের কাছে মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানান শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকর। বিকাশের অভিযোগের পর নড়েচড়ে বসে পুলিশ। শ্রদ্ধার মোবাইলের কললিস্ট দেখে পুলিশ জানতে পারে, তিনি দিল্লিতে ছিলেন। তদন্তে নামে দিল্লি পুলিশ।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
৩৫ টুকরো দেহের হাড় ও চুল উদ্ধারের পর DNA পরীক্ষার রিপোর্ট এল, সবই শ্রদ্ধার দেহাংশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement