ব্যবহার তো করেন, কন্ডোমের বাংলা নাম কি জানেন? মনেই করতে পারছেন না অধিকাংশ মানুষ

Last Updated:
সুরক্ষিত যৌন জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ এই জিনিসটির বাংলা নাম আপনি কি জানেন?
1/6
কিছু জিনিস রয়েছে যা আমরা প্রত্যেকদিনের জীবনে খুবই ব্যবহার করি, কিন্তু সেটির বাংলা অর্থ বা নাম আমাদের জানা থাকে না। চেয়ারকে কেউ আজকাল 'কেদারা' বলে না। আবার তেমনই কন্ডোম। সুরক্ষিত যৌন জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ এই জিনিসটির বাংলা নাম আপনি কি জানেন?
কিছু জিনিস রয়েছে যা আমরা প্রত্যেকদিনের জীবনে খুবই ব্যবহার করি, কিন্তু সেটির বাংলা অর্থ বা নাম আমাদের জানা থাকে না। চেয়ারকে কেউ আজকাল 'কেদারা' বলে না। আবার তেমনই কন্ডোম। সুরক্ষিত যৌন জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ এই জিনিসটির বাংলা নাম আপনি কি জানেন?
advertisement
2/6
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কেবল গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়।
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কেবল গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়।
advertisement
3/6
অনেকেই ভাবেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না! কারও মতে যৌনতার সময় 'তৃতীয় বস্তু'র উপস্থিতি ভাল লাগে না। কিন্তু কন্ডোম ছাড়া মিলন কখনওই সুরক্ষিত হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
অনেকেই ভাবেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না! কারও মতে যৌনতার সময় 'তৃতীয় বস্তু'র উপস্থিতি ভাল লাগে না। কিন্তু কন্ডোম ছাড়া মিলন কখনওই সুরক্ষিত হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
advertisement
4/6
অনেক সময়ই খুব পরিচিত কিছু ইংরেজি শব্দের বাংলা নাম বা মানে আমাদের মনে আসতে চায় না। পরিচিত শব্দ হলেও চট করে বাংলা নামটা মাথায় আসে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হওয়া একটি সমীক্ষাতে কন্ডোমের বাংলা নাম বা অর্থ জানতে চাওয়া হয়েছিল। সেখানে অধিকাংশই কন্ডোমের বাংলা নাম বলতে পারেননি।
অনেক সময়ই খুব পরিচিত কিছু ইংরেজি শব্দের বাংলা নাম বা মানে আমাদের মনে আসতে চায় না। পরিচিত শব্দ হলেও চট করে বাংলা নামটা মাথায় আসে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হওয়া একটি সমীক্ষাতে কন্ডোমের বাংলা নাম বা অর্থ জানতে চাওয়া হয়েছিল। সেখানে অধিকাংশই কন্ডোমের বাংলা নাম বলতে পারেননি।
advertisement
5/6
কন্ডোমের বাংলা নাম বা অর্থ হল 'নিরোধ'। অর্থাৎ জন্মনিয়ন্ত্রণের জন্যে ব্যবহৃত লিঙ্গ-আবরক। এর অর্থ অবরোধ করা, বাধা দেওয়া, প্রতিরোধ বা নিবারণ করা।
কন্ডোমের বাংলা নাম বা অর্থ হল 'নিরোধ'। অর্থাৎ জন্মনিয়ন্ত্রণের জন্যে ব্যবহৃত লিঙ্গ-আবরক। এর অর্থ অবরোধ করা, বাধা দেওয়া, প্রতিরোধ বা নিবারণ করা।
advertisement
6/6
এখন বাজারে বিভিন্ন কোম্পানি আলাদা আবাদা নামে কন্ডোম বিক্রি করে। তবে বহু বছর ধরেই 'নিরোধ' নামেরও কন্ডোম বিক্রি হয়। কন্ডোমের বাংলা নাম হল এই 'নিরোধ'।
এখন বাজারে বিভিন্ন কোম্পানি আলাদা আবাদা নামে কন্ডোম বিক্রি করে। তবে বহু বছর ধরেই 'নিরোধ' নামেরও কন্ডোম বিক্রি হয়। কন্ডোমের বাংলা নাম হল এই 'নিরোধ'।
advertisement
advertisement
advertisement