South 24 Parganas News : শাশুড়ি নির্যাতন! জুতো পেটা করে, হাত কামড়ে দিল বৌমা! কারণ অবাক করবে
- Published by:Piya Banerjee
Last Updated:
South 24 Parganas News : শুধু বধূ নির্যাতন? দুনিয়া বদলে গেছে। পুত্রবধূর হাতে জুতো পেটা শাশুড়ি। হাতে কামড়। এখানেই শেষ নয়, আছে আরও অনেক জানলে অবাক হবেন!
#সোনারপুর : আমরা সাধারণত গ্রাম বাংলায় বেশিরভাগ সময় খবরের শিরোনামে আসে বধূ নির্যাতনের অভিযোগ এবং তার জেরে অনেক বধূ আত্মহত্যার পথ বেছে নেয় আবার কখনো শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়। এই চিত্র আমরা গ্রাম বাংলায় বেশিরভাগ সময় দেখতে পাই। কিন্তু এবার খাস কলকাতা লাগোয়া সোনারপুরে এ এক অন্য চিত্র ধরা পরল। বাড়ির ছাদে কাপড় মেলা নিয়ে বচসা, শুরু হয় বৌমাআর শাশুড়ির মধ্যে তা গিয়ে পৌঁছায় চরম জায়গায়। শ্বাশুড়িকে জুতো পেটা করার অভিযোগও আছে বৌমার বিরুদ্ধে। এবং শাশুড়ির হাতে বৌমা কামড়ে দিয়েছে বলে অভিযোগ করে শাশুড়ি পুতুল দাস।
ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামেছাদে কাপড় মেলাকে কেন্দ্র করে শ্বাশুড়ি পুতুল দাসের সাথে ঝামেলা বাধে বৌমা রুবি দাসের। হঠাৎই শ্বাশুড়ির হাতে কামড়ে দেয় বৌমা। শুধু তাই নয়, তারপর পায়ের জুতো খুলেও শ্বাশুড়ির মুখে মারা হয় বলে অভিযোগ। তবে বৌমা রুবি দাস তিনি কিন্তু পুরো ঘটনায় অস্বীকার করেছে। তিনি জানান ছাদে একটি জামাকাপড় মেলাকে কেন্দ্র করে আমার শাশুড়ির সাথে কথা কাটাকাটি হয়েছে। এরকম কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
পাশাপাশি এ ব্যাপারে আমাদেরকে শাশুড়ি পুতুল দাস তিনি জানান বাড়ির ছাদে জামা কাপড় মেলে দেওয়া হয় সবাই মিলে। একটি বাঁশের সাথে দড়ি টাঙানো থাকে তাতেই মেলে দেওয়া হয়। কোনোভাবে ভারী হওয়ার কারণে বাঁশটা ভেঙে যায় তারপর আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছিল আমার ছেলের বউ আমি আমার মত ঘরে শুয়েছিলাম। তারপর হঠাৎ এসে আমার ছেলের সামনে পায়ের জুতো দিয়ে আমার মুখে মারল এবং আমার হাতে কামড়িয়ে নিয়েছে। আমি চাই ও উপযুক্ত শাস্তি পাক। এ ব্যাপারে শাশুড়ি পুতুল দাস সোনারপুর থানায় এসে পুরো ঘটনা খুলে বলে এবং বৌমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুরো ঘটনা শোনার পর ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
Location :
First Published :
September 09, 2022 5:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : শাশুড়ি নির্যাতন! জুতো পেটা করে, হাত কামড়ে দিল বৌমা! কারণ অবাক করবে