South 24 Parganas News: বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যকে এ কী বলল আলিপুর মিউজিয়াম! ঢিঢি পড়ল জয়নগরে

Last Updated:

South 24 Parganas News: আলিপুর মিউজিয়ামের প্রদর্শনীতে বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যকে একজন "অপরাধী" হিসাবে নামাঙ্কিত করা হয়েছে। তীব্র প্রতিবাদ জয়নগরে

+
আলিপুর

আলিপুর মিউজিয়ামে শহীদ কানাইলাল ভট্টাচার্যের সেই বিতর্কিত ছবি

দক্ষিণ ২৪ পরগনা : রাজ্য সরকার আলিপুর জেলকে রূপান্তরিত করে আলিপুর মিউজিয়াম তৈরি করেছে এবং সেখানে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্বলিত স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করেছে।এই প্রদর্শনীতে বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যকে একজন ‘অপরাধী’ হিসাবে নামাঙ্কিত করা হয়েছে। কানাইলাল ভট্টাচার্যের মৃতদেহের ছবির তলায় লেখা হয়েছে কানাইলাল ভট্টাচার্যের পকেটে পাওয়া নোটের ইংরেজি অনুবাদ, সেখানে তাঁকে “Perpetrator” অর্থাৎ অপরাধী বলে সম্বোধন করা হয়।
এমনকি লেখা ইংরাজিটি অনুবাদেও শহিদকে অপরাধী বলা হয়েছে। লেখা হয়েছে, “যদিও অপরাধী কানাইলাল ছিলেন, বিমল গুপ্ত ছিলেন না। যা অনেক পরে জানা যায়।”
advertisement
জয়নগর মজিলপুরের মানুষ বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রাইটার্স বিল্ডিং-র অলিন্দ যুদ্ধের অন্যতম নায়ক বিপ্লবী দীনেশ গুপ্তের ফাঁসির আদেশ যিনি দিয়েছিলেন সেই বিচারক গার্লিককে ১৯৩১ সালের ২৭ জুলাই আলিপুর কোর্টের মধ্যে কর্মরত অবস্থায় হত্যা করে শাস্তি দিয়েছিলেন। হত্যার পর তিনি পটাসিয়াম সায়ানাইড খেয়ে কোর্টের মধ্যে আত্মহত্যা করেন। তাঁর পকেটে পেডি হত্যার নায়ক মেদিনীপুরের বিপ্লবী বিমল দাশগুপ্তের নামাঙ্কিত চিরকুট রাখা ছিল। এই চিরকুট লিখে তিনি পুলিশের কাছ থেকে লুকিয়ে থাকা বিপ্লবী বিমল দাশগুপ্তের প্রাণ রক্ষা করতে চেয়েছিলেন।
advertisement
আত্মত্যাগের এ এক অপূর্ব নিদর্শন। স্বাধীনতা সংগ্রামে আপসহীন ধারার বহু বিপ্লবীর এমন আত্মবলিদানের ইতিহাস আছে যা আমাদের প্রেরণা যোগায়। তেমন একজন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য।
এ প্রসঙ্গে জয়নগর হেরিটেজ কমিটির সম্পাদক তথা জয়নগর বিধানসভার প্রাক্তন বিধায়ক তরুণ কান্তি নস্কর বলেন, “স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একজন বিপ্লবী এবং শহীদ ছিলেন তিনি যেভাবে আত্মবলিদান করেছিলেন সেটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অভূতপূর্ব। তাঁকেই এভাবে রাজ্য সরকার তার নতুন মিউজিয়াম বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যকে ‘অপরাধী’ বলে নামাঙ্কিত করল। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে ওই প্রদর্শনীর বিষয়বস্তু সংশোধন করার দাবি করছি।”
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যকে এ কী বলল আলিপুর মিউজিয়াম! ঢিঢি পড়ল জয়নগরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement