Snake Video: ডজন ডজন সাপ জট পাকিয়ে ঘরের মধ্যে! সাংঘাতিক দৃশ্য দক্ষিণ বারাসতে

Last Updated:

Snake Video: বকুলতলা থানা এলাকার গ্রামে মিনতি রুইদাসের নামে এক মহিলাকে হঠাৎ একটি সাপে কামড় দেয়

+
সাপ

সাপ গুলি তুলে দেওয়া হচ্ছে বনদফতরের হতে

দক্ষিণ ২৪ পরগনা: একটা দুটো নয়, একেবারে ২২ টি কিং কোবরা ধরে তাক লাগিয়ে দিলেন সর্প বিশারদ কলকাতা পুলিশে এই আধিকারিক। বকুলতলা থানা এলাকার গ্রামে মিনতি রুইদাসের নামে এক মহিলাকে হঠাৎ একটি সাপে কামড় দেয়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন আছেন ওই মহিলা।
এরপর পরিবারের সদস্যরা দক্ষিণ বারাসাতের বাসিন্দা এলাকার সর্প বিশারদ হিসাবে পরিচিত কলকাতা পুলিশের আধিকারিক সমরেন্দ্রকে খবর দেওয়া হয়। তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাটরা গ্রামে অর্জুন রুইদাস এর বাড়িতে গিয়ে পৌঁছান। এরপর একটি গর্ত সেখানে দেখতে পায় তারপর বেশ কিছুক্ষণ সেই গর্তে নাড়াচাড়া করলে দু একটা সাপ বেরিয়ে আসে। এরপর গর্তের আরও গভীরে যায় তারপর সেখানে দেখে চক্ষুচড়কগাছ হয়ে যায় ওই সর্প বিশারদের।
advertisement
একটা দুটো নয়, একেবারে গর্ত ভর্তি সাপ তিনি দেখতে পান। এরপর তিনি জীবনের বাজি রেখে একটা একটা করে সাপ উদ্ধার করে একটি জারের মধ্যে রাখেন। এভাবে একটা একটা করে প্রায় ২২ টি সাপ তিনি উদ্ধার করে নিয়ে আসেন তার বাড়িতে এবং তিনি বনদফতরে খবর দেন।
advertisement
তারপর বনদফতরের আধিকারিকরা এসে ওই সাপগুলি উদ্ধার করে নিয়ে যায়। এ প্রসঙ্গে তিনি জানান, “আমি দীর্ঘ কয়েক বছর ধরে সাপ উদ্ধার করে আসছি। কোনদিন এভাবে একসঙ্গে এতগুলো সাপ দেখেনি। তবে প্রথমে একটু আতঙ্কিত হয়েছিলাম তবে মনের জোর আর সাহসের উপর ভর করে একে একে সাপগুলি উদ্ধার করি।”
advertisement
বর্ষা বাড়তেই সুন্দরবন সংলগ্ন এই জেলায় সাপের উপদ্রব প্রবল হয়। কলকাতার এই পুলিস আধিকারিক দীর্ঘদিন ধরেই দক্ষিন ২৪ পরগনায় গ্রামে গঞ্জে ঘুরে মানুষকে সাপের বিষয়ে সচেতন করার পাশাপাশি বহু সাপ উদ্ধার করেন।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Snake Video: ডজন ডজন সাপ জট পাকিয়ে ঘরের মধ্যে! সাংঘাতিক দৃশ্য দক্ষিণ বারাসতে
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement