South 24 Parganas News: খোকা ইলিশ বাজেয়াপ্ত করে ৪০ ও ৮০ টাকা কেজিতে নিলাম, কোথায়, চমকে যাবেন শুনলে

Last Updated:

South 24 Parganas News: ডায়মন্ডহারবারে বাজেয়াপ্ত খোকা ইলিশ। এই খোকা ইলিশ অবৈধভাবে ধরার পর তা নগেন্দ্রবাজারে নিয়ে আসা হয়। খবর পেয়েই সেই খোকা ইলিশ বাজেয়াপ্ত করে পুলিশ ও মৎস্য দফতর। 

বাজেয়াপ্ত করা হয়েছে খোকা ইলিশ 
বাজেয়াপ্ত করা হয়েছে খোকা ইলিশ 
ডায়মন্ডহারবার: ডায়মন্ডহারবারে বাজেয়াপ্ত খোকা ইলিশ। এই খোকা ইলিশ অবৈধভাবে ধরার পর তা নগেন্দ্রবাজারে নিয়ে আসা হয়। খবর পেয়েই সেই খোকা ইলিশ বাজেয়াপ্ত করে পুলিশ ও মৎস্য দফতর।
ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার মাছের আড়তের সামনে থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সহ মৎস্য অধিকর্তা(সামুদ্রিক) পিয়াল সর্দার জানিয়েছেন, ট্রাকে বোঝাই হয়ে খোকা ইলিশগুলি বিভিন্ন খুচরো ও পাইকারি বাজারে পাচার হচ্ছিল। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে ৪০ কেজি ও বিকেলে আরও সাড়ে তিন কুইন্টাল খোকা ইলিশ ওই ট্রাক থেকে বাজেয়াপ্ত করে।
advertisement
advertisement
বাজেয়াপ্ত হওয়া খোকা ইলিশগুলিকে নিলামও করেছে মৎস্য দফতর।সহ মৎস্য অধিকর্তা আরও জানান, শুক্রবার ৪০ কেজি খোকা ইলিশ প্রতি কেজি ৪০ টাকা দরে এবং সাড়ে তিন কুইন্টাল খোকা ইলিশ প্রতি কেজি ৮০ টাকা দরে নিলাম করা হয়েছে।
আরও পড়ুন, বিরাট খবর! ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
নিলাম চলাকালীন মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি, সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন। সমুদ্রের রূপালী শস্য বাঁচাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলেও তিনি জানিয়েছেন।
advertisement
এ খোকা ইলিশ ধরার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি সতীনাথ পাত্র। তিনি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। সেই সঙ্গে সকলকে খোকা ইলিশ না ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: খোকা ইলিশ বাজেয়াপ্ত করে ৪০ ও ৮০ টাকা কেজিতে নিলাম, কোথায়, চমকে যাবেন শুনলে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement