South 24 Parganas News : মিলনমেলায় পরিণত হল পাথরপ্রতিমার শিবের মেলা
- Written by:Bangla Digital Desk
- hyperlocal
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
South 24 Parganas News : গ্রামের শিবের মেলা, কিন্তু জাঁকজমকে হার মানাবে যে কোনো বড় মেলাকেও। শিবরাত্রি থেকে চড়ক সংক্রান্তির মাঝের দিনগুলিতে চলা এই মেলায় বর্তমানে ভিড় জমাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। পাথরপ্রতিমার গোবিন্দপুরে সেজন্য এখন নেমেছে জনতার ঢল।
নবাব মল্লিক, পাথরপ্রতিমা : এই মেলা জাঁকজমকে হার মানাবে যে কোনও বড় মেলাকেও। শিবরাত্রি থেকে চড়ক সংক্রান্তির মাঝের দিনগুলিতে চলা এই মেলায় বর্তমানে ভিড় জমাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। পাথরপ্রতিমার গোবিন্দপুরে শিবের মেলায় নেমেছে জনতার ঢল।
কী নেই এই মেলায়? রয়েছে ছুরি, কাঁচি থেকে শুরু করে খেলনার দোকান। রয়েছে রকমারি খাবারের দোকান থেকে পুরানো জিনিসের দোকান, মেলায় একটু ঘুরলে মিলবে সবই।
তবে মেলার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হল হাতের কাজের জিনিসপত্র। আসন, মাদুর, চাটাই, কুলো-সহ একাধিক জিনিসপত্র রয়েছে বিক্রির জন্য। এই সমস্ত জিনিসপত্রের দোকান সাজিয়েছেন সুদূর মেদিনীপুর থেকে আসা বিক্রেতারা। এই মেলায় এই জিনিসের চাহিদা রয়েছে প্রবল। সেজন্য মেদিনীপুর থেকে প্রতি বছর তারা আসেন বলে জানিয়েছেন বিক্রেতারা। আর সাধারণ মানুষজন প্রবল উৎসাহে এই সমস্ত জিনিসপত্র কিনছেন সেখানে। অনেকটা সময় জুড়ে এই মেলা চলায় খুবই খুশি তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন : রাতের অন্ধকারে আম বাগানের গভীরে ছাউনির তলায় হচ্ছেটা কী? এগোতেই চক্ষু চড়কগাছ পুলিশের
view commentsএই মেলায় আসতে হলে আপনাকে আসতে হবে পাথরপ্রতিমার রামগঙ্গায়। নদীর পাড়ে বসা এই মেলা আপনাকে মুগ্ধ করবেই। তাহলে আর দেরি কীসের, মেলা শেষ হওয়ার আগে ঘুরে আসুন এই মেলা থেকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2023 11:27 PM IST









