South 24 Parganas News: রাস্তার উপর ত্রিপল টাঙিয়ে বসে পড়ল সবাই! 'রোড যন্ত্রণা'-এর উপশমের দাবি

Last Updated:

চলাচলের অযোগ্য রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে দক্ষিণ ২৪ পরগনার বজবজে দীর্ঘক্ষণ পথ অবরোধ

দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। নানান ছুতোয় হামেশাই খোঁড়াখুঁড়ির কাজ হয়। তার উপর বড় বড় তেলের ট্যাঙ্কার চলায় আরও বেহাল হয়ে পড়েছে তার অবস্থা। বর্ষাকাল শুরু হতেই খাটালের চেহারা নিয়েছে গোটা রাস্তা। সাইকেল, বাইক নিয়ে যেতে গিয়ে হামেশাই দুর্ঘটনা ঘটছে। বারবার পুরসভাকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। আর তাই বজবজে রাস্তা সারাইয়ের দাবিতে প্রধান সড়কের উপর ত্রিপল টাঙিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেন এলাকার মানুষ। এই পথ অবরোধের জেরে ব্যাপক যানজট দেখা দেয়এলাকায়।
বজবজের সুভাষ উদ্যান মোড় থেকে ময়লা ডিপো পর্যন্ত রাস্তা দিয়ে গেলে আপনার মনে হতে পারে কোন‌ও পর্বত শৃঙ্গে চড়ছেন হয়তো। সেই রাস্তা সরানোর দাবিতে সোমবার সাত সকালে সুভাষ উদ্যান মোড়ে ত্রিপল টাঙিয়ে পথ অবরোধ করে এলাকাবাসী। বজবজ শিল্পাঞ্চল হওয়ায় এমনিতেই এখানকার রাস্তা দিয়ে অনেক বেশি সংখ্যায় গাড়ি যাতায়াত করে। ফলে এ দিনের পথ অবরোধের জেরে ব্যাপক ভোগান্তির মুখে পড়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী, সাধারণ মানুষ সকলে।
advertisement
advertisement
যে রাস্তা নিয়ে এলাকাবাসীর এই পথ অবরোধ তার কিছুটা ১০ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়লেও বাকিটা বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। পথ অবরোধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হয় বজবজ থানার পুলিশ। যদিও অবরোধকারীরা পুলিশ আধিকারিকদের সঙ্গে কোন‌ও কথা বলতে চাননি। তাঁরা পরিষ্কার জানান, রাস্তা সারাইয়ের কাজ পুলিশ করে না। তাই তাদের সঙ্গে কোন‌ও কথা নেই। পুরসভার কর্তারা এলে তাঁদের সঙ্গে কথা বলবেন। এরপর দুপুরে পুরপ্রধান গৌতম দাশগুপ্ত ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ লুৎফর হোসেন ঘটনাস্থলে আসেন।
advertisement
তাঁরা দু’জনেই রাস্তার উপর অবরোধকারীদের সঙ্গে প্লাস্টিকে বসে কেন এক্ষুণি রাস্তা সারাই করা সম্ভব হচ্ছে না তার কারণ ব্যাখ্যা করেন। পুরপ্রধান প্রতিশ্রুতি দেন, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা তৈরি করা হবে। প্রতিশ্রুতি পেয়ে ৬ ঘণ্টা পর অবরোধকারীরা উঠে যান।
এই প্রসঙ্গে বজবজের পুরপ্রধান গৌতম দাশগুপ্ত বলেন, পানীয় জলের পাইপ বসানোর কাজ চলছে বলেই ওই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। তবে বর্ষার শেষে দ্রুত রাস্তা তৈরির কাজ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রাস্তার উপর ত্রিপল টাঙিয়ে বসে পড়ল সবাই! 'রোড যন্ত্রণা'-এর উপশমের দাবি
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement