Nadia News: অনূর্ধ্ব ১৪ সুব্রত কাপে জেলা চ্যাম্পিয়ন গয়েশপুরের স্কুল
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অনূর্ধ্ব১৪ সুব্রত কাপে নদিয়ায় জয়ী গয়েশপুর কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন
নদিয়া: অ্যান্ড্রয়েড ফোনে ক্রমশ আসক্ত হয়ে ছাত্র সমাজ খেলার মাঠ থেকে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে কিছুটা ব্যতিক্রম গয়েশপুরে কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন। সেখানকার ছাত্র-ছাত্রীরা আজও খো-খো, ফুটবলে পারদর্শী।করোনার আগে অনূর্ধ্ব ১৭ বালিকা জেলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল এই স্কুলের ছাত্রীরা। এবার অনূর্ধ্ব ১৪ সুব্রত কাপে চ্যাম্পিয়ন হল এই স্কুল।
নদিয়ার বীরনগরে আয়োজিত হয় অনূর্ধ্ব ১৪ সুব্রত কাপের ফাইনাল। তাতে বেথুয়াডহরি জেসিএম হাইস্কুলকে পরাজিত করে গয়েশপুরে কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তনের ছেলেরা। এবার এখানকার পড়ুয়াদের স্বপ্ন তারা স্কুলকে রাজ্যস্তরে চ্যাম্পিয়ন করবে।
advertisement
ছাত্রদের এই সাফল্য প্রসঙ্গে স্কুলের শিক্ষক সৈকত বাগচী বলেন, স্কুলে সারা বছর ধরে নিয়মিত খেলাধোলা, শরীরচর্চা হয়। যে যে খেলায় ভাল তাকে নিয়ম মেনে সেই খেলায় অনুশীলন করানো হয়। পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের যৌথ মেলবন্ধনে এই সাফল্য এসেছে বলে তিনি জানান।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 31, 2023 9:25 PM IST







