South 24 Parganas News: কৃতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সংবর্ধনা মা-বাবাদেরও, সুন্দরবনের কোচিং সেন্টারে অবাক কাণ্ড

Last Updated:

চলতি বছরে এই কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৫ জন মাধ্যমিক ও ১২ জন উচ্চমাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল। তারা সকলেই ভালো ফল করে উত্তীর্ণ হয়েছে।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রী-ছাত্রীদের সংবর্ধনা দিলেন গৃহ শিক্ষক। তবে সবচেয়ে বড় চমক হল, ছাত্রছাত্রীদের পাশাপাশি সংবর্ধনা জানানো হয়েছে অভিভাবকদেরও!
সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। সেই ক্যানিংয়ের নিকারিঘাটা পঞ্চায়েতের সাতমুখি বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এই প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা যাতে মন দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করতে পারে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে স্বল্প ব্যয়ে একটি কোচিং সেন্টার গড়ে তোলেন এলাকার যুবক জেহেন আলি লস্কর। গত প্রায় ৩৫ বছর ধরে ধারাবাহিকভাবে এই কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। চলতি বছরে এই কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৫ জন মাধ্যমিক ও ১২ জন উচ্চমাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল। তারা সকলেই ভালো ফল করে উত্তীর্ণ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই কোচিং সেন্টারে প্রায় সকল ছাত্র-ছাত্রীই ইংরেজিতে লেটার মার্কস পেয়েছে।
advertisement
advertisement
সংবর্ধনা অনুষ্ঠানে সুন্দরবনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা জেহেন আলি লস্কর বলেন, দারিদ্রের সঙ্গে লড়াই করে পড়াশোনা করেছিলাম। তেমন সাফল্য আসেনি। মনের মধ্যে সেই যন্ত্রণা ছিল। জেদ ছিল আমি না পারলেও এলাকার ছেলেমেয়েরা যাতে সফলতার শীর্ষে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করব। চিন্তাভাবনা করে কোচিং সেন্টার গড়েছিলাম। ছাত্রছাত্রীরা ভালো ফল করে আমার ভাবনাকে সঠিক বলে প্রমাণ করেছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কৃতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সংবর্ধনা মা-বাবাদেরও, সুন্দরবনের কোচিং সেন্টারে অবাক কাণ্ড
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement