South 24 Parganas News: স্কুলে রান্নাঘর থাকা সত্ত্বেও মিড ডে মিল তৈরি হয় অন্যত্র

Last Updated:

স্কুল থেকে অনেকটাই দূরে ছাত্র-ছাত্রীদের খাবার রান্না করা হয়। অথচ স্কুলের পাশেই আছে রান্নাঘর। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ অভিভাবকরা।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের বিভিন্ন স্কুলের মিড ডে মিল নিয়ে মাঝেমধ্যেই নানান সমস্যা প্রকাশ্যে উঠে আসে। কোথাও খাবারের মধ্যে টিকটিকি-সাপ পড়ে যাওয়ার মত ঘটনা ঘটে, আবার কোথাও স্বাস্থ্যকর পরিবেশে রান্না হয় না। এছাড়া নির্ধারিত নিয়মে মিড ডে মিল না দেওয়ার মত অভিযোগ তো লেগেই থাকে। কিন্তু এবার সম্পূর্ণ অন্য একটি কারণে খবরে উঠে এল জয়নগরের এক প্রাথমিক স্কুলের মিড ডে মিল। এলাকাবাসীর অভিযোগ, স্কুলের বদলে অন্যত্র তৈরি হচ্ছে মিড ডে মিল।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মাস্টিকারী নুরল্লাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল স্কুলের বদলে অন্যত্র তৈরি হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, স্কুল থেকে অনেকটাই দূরে ছাত্র-ছাত্রীদের খাবার রান্না করা হয়। অথচ স্কুলের পাশেই আছে রান্নাঘর। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ অভিভাবকরা। তাঁরা এর প্রতিবাদে বিক্ষোভ‌ও দেখান। এইভাবে বাইরে থেকে রান্না করা খাবার এনে ছেলে-মেয়েদের খাওয়ালে তারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা মা-বাবাদের।
advertisement
advertisement
ক্ষুব্ধ অভিভাবকদের প্রশ্ন, এইভাবে বাইরে রান্না করা মিড ডে মিল ছেলেমেয়েদের খাওয়ালে তারা যদি অসুস্থ হয়ে পড়ে তখন তার দায়ভার নেবে কে? এ বিষয়ে মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা কর্মী কিছুটা সাফাইয়ের সুরে বলেন, আমি এখানে সবে এসেছি। প্রথম থেকেই দেখছি অন্যত্র রান্না হয়। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তাঁরা গোটা বিষয়টি দেখছেন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: স্কুলে রান্নাঘর থাকা সত্ত্বেও মিড ডে মিল তৈরি হয় অন্যত্র
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement