হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলেই তৈরি হল শহিদ মিনার

South 24 Parganas News : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলেই তৈরি হল শহিদ মিনার

শহীদ মিনার

শহীদ মিনার

২১ শেষ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে শহীদস্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার। এই বর্ণাঢ্য অনুষ্ঠানগুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলনের দিনগুলিকে।

  • Share this:

ডায়মন্ডহারাবার: ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে শহিদ স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার। এই বর্ণাঢ্য অনুষ্ঠানগুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলনের দিনগুলিকে।

শিশুমনে এই দিনটির গুরুত্ব সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করতে এই অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়েছিল। দিঘীরপাড় বকুলতলা স্কুলে স্কুলপ্রাঙ্গণে এই উপলক্ষে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে শহিদ মিনার তৈরি করা হয়। যা দেখতে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে ভিড় করেছিলেন স্থানীয়রাও।

আরও পড়ুন: দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান! প্রকাশ্যেই তা স্বীকার করে নিলেন খোদ মন্ত্রী, এবার কী হবে?

আরও পড়ুন: ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর

অপরদিকে ফলতায় ফলতা পশ্চিম চক্রের অন্তর্গত ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা - শিক্ষার্থীরা মিলে ভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান শিক্ষক তিলক নস্কর মহাশয়ের স্বাগত ভাষণ, লিপিকা করণ প্রশ্ন-উত্তর, আলোচনার আয়োজন করা হয়।

শিশুমনে এই ভাষা আন্দোলনের প্রভাব পৌঁছে দিতে জেলার প্রায় প্রতিটি স্কুলেই এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রাণের ভাষা, মনের ভাষা, হৃদয় থেকে বেরিয়ে আসা বাংলা ভাষাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এই দিনের আয়োজন করা হয়েছিল। এ নিয়ে দিঘীরপাড় বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার সামন্ত জানান এই দিনটির মর্যাদা সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের অবগত করতে স্কুল প্রাঙ্গণে তৈরি করা হয়েছিল ভাষা আন্দোলনে শহিদ স্মরণে তৈরি করা মিনারের রেপ্লিকা। যেখানে ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা শ্রদ্ধা জানিয়েছেন।

নবাব মল্লিক

Published by:Uddalak B
First published:

Tags: Ekushe February