South 24 Parganas News : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলেই তৈরি হল শহিদ মিনার

Last Updated:

২১ শেষ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে শহীদস্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার। এই বর্ণাঢ্য অনুষ্ঠানগুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলনের দিনগুলিকে।

শহীদ মিনার
শহীদ মিনার
ডায়মন্ডহারাবার: ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে শহিদ স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার। এই বর্ণাঢ্য অনুষ্ঠানগুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলনের দিনগুলিকে।
শিশুমনে এই দিনটির গুরুত্ব সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করতে এই অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়েছিল। দিঘীরপাড় বকুলতলা স্কুলে স্কুলপ্রাঙ্গণে এই উপলক্ষে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে শহিদ মিনার তৈরি করা হয়। যা দেখতে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে ভিড় করেছিলেন স্থানীয়রাও।
advertisement
advertisement
আরও পড়ুন: ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর
অপরদিকে ফলতায় ফলতা পশ্চিম চক্রের অন্তর্গত ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা - শিক্ষার্থীরা মিলে ভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান শিক্ষক তিলক নস্কর মহাশয়ের স্বাগত ভাষণ, লিপিকা করণ প্রশ্ন-উত্তর, আলোচনার আয়োজন করা হয়।
advertisement
শিশুমনে এই ভাষা আন্দোলনের প্রভাব পৌঁছে দিতে জেলার প্রায় প্রতিটি স্কুলেই এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রাণের ভাষা, মনের ভাষা, হৃদয় থেকে বেরিয়ে আসা বাংলা ভাষাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এই দিনের আয়োজন করা হয়েছিল। এ নিয়ে দিঘীরপাড় বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার সামন্ত জানান এই দিনটির মর্যাদা সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের অবগত করতে স্কুল প্রাঙ্গণে তৈরি করা হয়েছিল ভাষা আন্দোলনে শহিদ স্মরণে তৈরি করা মিনারের রেপ্লিকা। যেখানে ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা শ্রদ্ধা জানিয়েছেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলেই তৈরি হল শহিদ মিনার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement