South 24 Parganas News: সামান্য ব্লক স্বাস্থ্যকেন্দ্র এখন আধুনিক হাসপাতাল, মন্দিরবাজারে বড় চমক
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
মন্দিরবাজারের নাইয়ারহাট গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এখন থেকে পূর্ণাঙ্গ এক আধুনিক হাসপাতাল। এখানেই থাকছে ব্লক পাবলিক হেলথ ইউনিট।
দক্ষিণ ২৪ পরগনা: এ যেন ছিল রুমাল হল বিড়ালের মত ঘটনা! সাধারণ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পরিণত হল আধুনিক হাসপাতালে। মন্দিরবাজারের নাইয়ারহাট গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এখন থেকে পূর্ণাঙ্গ এক আধুনিক হাসপাতাল। এখানেই থাকছে ব্লক পাবলিক হেলথ ইউনিট। তাঁদের সামান্য গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত হওয়ায় খুশি মন্দির বাজারের মানুষ।
দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রটি আগে বেহাল অবস্থায় ছিল। তবে সরকারি সিদ্ধান্তে তার ভোল বদলে গিয়েছে, সে জায়গায় গড়ে উঠেছে আধুনিক হাসপাতাল। এখানে বর্তমান চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি বসেছে। পাশাপাশি বিনামূল্যে মিলছে রক্ত, মূ্ত্র, কফ পরীক্ষার মত সুবিধে।
আরও পড়ুন: পুরনো চেহারা ফিরে পেতে চলেছে সাহেব বাঁধ
advertisement
advertisement
নাইয়ারহাট হাসপাতালের নতুন ভবন, উন্নত ড্রেনেজ সিস্টেম দেখে বোঝার উপায় নেই এটি একটি গ্রামীণ হাসপাতাল। বেড়েছে শয্যার সংখ্যাও। আগে ৩০ বেড ছিল, বর্তমানে বেড়ে হয়েছে ৫০। এখানে কোভিড ওয়ার্ডও আছে। এই হাসপাতাল চত্বরে আরও বেশ কিছু উন্নয়নের কাজ করা হবে বলে জানিয়েছেন মন্দিরবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মণ্ডল। হাসপাতাল চত্বরে পার্ক তৈরির পরিকল্পনাও আছে।
advertisement
এই প্রসঙ্গে মন্দিরবাজার ব্লক স্বাস্থ্য কর্মাধক্ষ্য মৃত্যুঞ্জয় পাইক বলেন, আগের হাসপাতালের সঙ্গে এখানকার হাসপাতালের আকাশপাতাল পার্থক্য। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ায় সাধারণ মানুষ হাসপাতালমুখী হয়েছে। ফলে বেড়েছে রোগীর সংখ্যা।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2023 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সামান্য ব্লক স্বাস্থ্যকেন্দ্র এখন আধুনিক হাসপাতাল, মন্দিরবাজারে বড় চমক