South 24 Parganas News : মথুরাপুরে এবার শ্যামাপুজোর থিম হিমালয়ের গুহা ও নারকেল পাতার প্রতিমা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মথুরাপুরে এবার শ্যামাপুজোর থিম হিমালয়ের গুহা ও নারকেলপাতার প্রতিমা। বাপুলিরচকে এই মন্ডপ ও প্রতিমা তৈরি করা হয়েছে।
#মথুরাপুর:: মথুরাপুরে এবার শ্যামাপুজোর থিম হিমালয়ের গুহা ও নারকেলপাতার প্রতিমা। বাপুলিরচকে এই মন্ডপ ও প্রতিমা তৈরি করা হয়েছে। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে আসবেন বলে মনে করছেন পুজো উদ্যোক্তরা।
প্রতিবছর বাপুলিরচকে পুজো উদ্যোক্তরা নিত্য নতুন থিম নিয়ে সাধারণ মানুষজনকে আকর্ষণ করেন। এবছরও তাঁরা অভিনব ভাবনায় তাঁদের পুজো মন্ডপ সাজিয়েছেন। তাঁরা তৈরি করেছেন দুর্গম হিমালয়ের কোলে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা এক গুহা।
সেই গুহায় পুজিত হচ্ছেন শ্যামা মা। চতুর্দিকে রয়েছে ভূত, প্রেত মন্ডপের মধ্যে আলো, আঁধারি পরিবেশ সৃষ্টি করে একটি গা ছমছম করা ভাবও এনেছেন তাঁরা। সবমিলিয়ে মথুরাপুরের এক প্রত্যন্ত এলাকায় এভাবে যে থিমের পুজো করে চমক দেওয়া যায় তা দেখিয়ে দিচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য তৈরি হল রিসোর্স রুম
এই গুহার মধ্যে রয়েছে ইয়েতি বা তুষারমানব। হিমালয়ের এক কল্পিত জীব হল তুষারমানব। হিমালয়ের সঙ্গে সম্পর্কিত অনেক গল্পে এই তুষারমানবের উল্লেখ রয়েছে। সেই তুষারমানব বা ইয়েতি রয়েছে হিমালয়ের এই গুহায়।
তবে এই পুজোর সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস হল মাতৃপ্রতিমা। বাপুলিরচকে এবছর মাতৃপ্রতিমা তৈরি করা হয়েছে নারকেল গাছের পাতা দিয়ে। এই হিমালয়ের গুহা ও প্রতিমা তৈরি করতে সব মিলিয়ে প্রায় ৩.৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তরা।
advertisement
আরও পড়ুনঃ সূর্যপুর ব্রিজের দু'ধারের রেলিং এর অবস্থা বেহাল! অসুবিধায় স্থানীয়রা
এই পুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে সমীর হালদার জানান প্রতিবছর এই পুজো দেখতে প্রচুর মানুষ সেখানে আসেন। এবছর সেজন্য পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে অভিনব চিন্তা মাথায় এনে পুজো মন্ডপটিকে হিমালয়ের গুহার আকারে তৈরি করা হয়েছে। যা দেখতে প্রচুর মানুষজনের সমাগম হবে বলে মনে করছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
First Published :
October 24, 2022 11:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : মথুরাপুরে এবার শ্যামাপুজোর থিম হিমালয়ের গুহা ও নারকেল পাতার প্রতিমা