South 24 Parganas News: সূর্যপুর ব্রিজের দু'ধারের রেলিং এর অবস্থা বেহাল! অসুবিধায় স্থানীয়রা

Last Updated:

সূর্যপুর এর উপর দিয়ে ব্যস্ততম কুলপি রোড। আর কুলপি রোডের ব্যস্ততম রোড প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। বেহাল অবস্থায় আছে একটি সেতু। সেতুর রেলিং ভাঙ্গা অবস্থায় আছে।

+
বীজের

বীজের অবস্থা বেহাল

#দক্ষিণ ২৪ পরগনা : সূর্যপুর এর উপর দিয়ে ব্যস্ততম কুলপি রোড। আর কুলপি রোডের ব্যস্ততম রোড প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। বেহাল অবস্থায় আছে একটি সেতু। সেতুর রেলিং ভাঙ্গা অবস্থায় আছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ মোল্লা তিনি জানান এই সূর্যপুর বাজারে প্রচুর মানুষ চলাফেরা করে। ব্রিজের অবস্থা ভয়ঙ্কর। দুদিকের রেলিং ভাঙ্গা অবস্থায় আছে যেকোনো সময় কোন গাড়ি দুর্ঘটনা বসত যদি খালে পড়ে যায় তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
তাই সরকারের এই ব্যাপারটি দৃষ্টিতে পড়ুক। তাহলে অনেক বড়সড়ো দুর্ঘটনা এড়ানো যেতে পারে। বেশ কিছুদিন আগে এই ব্রিজ বন্ধ করে দিয়েছিল। গাড়ি যাতায়াত করছিল অন্য একটি রাস্তা দিয়ে। কিন্তু দেখছি এই কয়েকদিন আবার ওই ব্রিজ দিয়ে বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে গাড়ি চলাচল করছে। পাশাপাশি এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান বাবলু মন্ডল তিনি বলেন, ব্রিজের অবস্থা সত্যিই খারাপ।
advertisement
আরও পড়ুনঃ প্রাথমিক বিদ‍্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন‍্য তৈরি হল রিসোর্স রুম
তবে টেন্ডার হয়ে গিয়েছে। তবে গাড়ি চলাচল ছাড়া সাধারণ মানুষের চলাচলের জন্যে আমরা আরো একটি সেতু খুলে দিয়েছি ওটা দিয়ে যাতে মানুষ চলাচল করতে পারে, সেদিকটা নজর রেখেছি। খুব তাড়াতাড়ি ব্রিজের কাজ চালু হয়ে যাবে। সূর্যপুরে একটি বড় পাইকারি সবজির বাজার আছে। প্রতিদিন প্রচুর গাড়ি এর উপর দিয়ে যায়। সেই জন্য আমরা পাশের একটি পোল দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছি।
advertisement
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সূর্যপুর ব্রিজের দু'ধারের রেলিং এর অবস্থা বেহাল! অসুবিধায় স্থানীয়রা
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement