South 24 Parganas News: প্রাথমিক বিদ‍্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন‍্য তৈরি হল রিসোর্স রুম

Last Updated:

মথুরাপুরে প্রাথমিক বিদ‍্যালয়ে তৈরি হল রিসোর্স রুম। এই রিসোর্স রুমে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।

মথুরাপুরে রিসোর্স রুমের উদ্বোধন
মথুরাপুরে রিসোর্স রুমের উদ্বোধন
#মথুরাপুর : মথুরাপুরে প্রাথমিক বিদ‍্যালয়ে তৈরি হল রিসোর্স রুম। এই রিসোর্স রুমে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। অন‍্যান‍্য ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের সমকক্ষ করে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মথুরাপুর এলাকায় স্কুলে এই ধরণের রিসোর্স রুম তৈরির পরিকল্পনা প্রথম বলে খবর। এই রিসোর্স রুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুরের ৩ চক্রের স্কুল পরিদর্শক সফিকুল মন্ডল, স্নেহজিৎ দে ও মধুবন্তী মন্ডল। এই রিসোর্স রুমের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তাঁরা স্কুলের বার্ষিক পত্রিকাও প্রকাশ করেন মথুরাপুরের লক্ষীনারায়নপুর বাপুলিরচক প্রাথমিক বিদ‍্যালয়ের উদ‍্যোগে এই রিসোর্স রূম তৈরি হওয়ায় খুশি সকলেই।
বর্তমানে লক্ষীনারায়নপুর বাপুলিরচক প্রাথমিক বিদ‍্যালয়ে ২ জন বিশেষভাবে সক্ষম ছাত্র রয়েছে। সেজন‍্য মথুরাপুর চক্রের অন‍্যান‍্য স্কুলগুলিতে যদি কোনো বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী থাকে, তাদেরকে এই স্কুলে প্রশিক্ষণ নিতে আসার জন‍্য অনুরোধ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন‍্য এই রিসোর্স রুমে সবধরণের ব‍্যবস্থা থাকছে। স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিক্ষন সহায়ক একাধিক চিত্র।
advertisement
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবিলায় জোরকদমে প্রচার শুরু করল প্রশাসন
ছাত্রছাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেজন‍্য তাদের হাতের কাছে থাকছে সমস্ত শিক্ষা সামগ্রী। সম্পূর্ণ বিণামূল‍্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে বলে খবর। এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন স্কুলের এই ধরণের প্রয়াস এলাকার মানুষজনের মধ‍্যে ব‍্যাপক সাড়া ফেলেছে। এই রিসোর্স রুম আগামীদিনে অন‍্যান‍্য স্কুলগুলিকে পথ দেখাবে। আগামীদিনে সম্পূর্ণ স্কুলকে শিশুবান্ধব হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের স্কুলের সঙ্গে সহযোগিতা করার অনুরোধও করেছেন তিনি।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: প্রাথমিক বিদ‍্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন‍্য তৈরি হল রিসোর্স রুম
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement