South 24 Parganas News: বেআইনি নির্মাণ রুখতে সক্রিয় প্রশাসন! ডায়মন্ডহারবারে চলল বুলডোজার 

Last Updated:

South 24 Parganas News: বেআইনি দখলদারদের বারবার সতর্ক করেও কোনও কাজ হয়নি। অবশেষে সেই সমস্ত বেআইনি নির্মাণ উচ্ছেদে নামল ডায়মন্ডহারবার পুরসভা।

+
চলছে

চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ

ডায়মন্ডহারবার: বেআইনি নির্মাণ রুখতে ডায়মন্ডহারবারেও চলল বুলডোজার। বেআইনি নির্মাণের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন স্থানীয়রা। পুরসভার পক্ষ থেকে এ বার সেই নির্মাণ ভাঙার কাজ শুরু হল। সূত্রের খবর, প্রশাসন ও পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একেবারে সামনে ১১৭ নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষে চলছিল এই বেআইনি নির্মাণ। সরকারি জমি দখল করে নিকাশী খালের উপর গজিয়ে উঠেছিল কয়েকশো ছোট-বড় দোকান।
নিকাশী ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় এক পসলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ত গোটা হাসপাতাল চত্ত্বর। এমনকি, হাসপাতালে ঢোকার রাস্তাও সংকীর্ণ হয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সরব হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বেআইনি দখলদারদের বারবার সতর্ক করেও কোনও কাজ হয়নি। অবশেষে সেই সমস্ত বেআইনি নির্মাণ উচ্ছেদে নামল ডায়মন্ডহারবার পুরসভা।
বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার ও জেসিবি মেশিন দিয়ে সেই সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। উচ্ছেদের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস। পুরসভার উদ্যোগে এই কাজ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বেআইনি নির্মাণ রুখতে সক্রিয় প্রশাসন! ডায়মন্ডহারবারে চলল বুলডোজার 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement