নরেন্দ্রপুর: বাড়ির সেপটিক ট্যাঙ্ক খুলতেই হতবাক সবাই। নরেন্দ্রপুর থানার জগদীশপুর এলাকার ঘটনা। সঞ্জিত সরকারের বাড়িতে, গতদিন থেকে বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিস্কারের কাজ শুরু হয়, ট্যাঙ্কের জল বের করতেই দেখা মেলে মহিলাদের পোশাকের কয়েকটি অংশ, পরিস্কারের কাজ করছিলেন যে সমস্ত শ্রমিকরা তারা কাজ বন্ধ করে দিতে চান,পরে বাড়ির মালিক কাজ চালিয়ে যেতে বলেন,বৃহস্পতিবার সকালে ট্যাঙ্কের থেকে উদ্ধার হয় মানুষের কঙ্কাল।
নরেন্দ্রপুর থানার পুলিশ কে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসেন পুলিশ।উদ্ধার করে নিয়ে যান কঙ্কালের মাথার খুলি ও দেহের বিভিন্ন অংশের হাড়।পুলিশ সুত্রে জানা যায় বর্তমানে বাড়ির “মালিক সঞ্জিত সরকার" পাঁচ বছর আগে বাড়িটি কেনেন, গতদিন সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করার সময় দেখতে পান কঙ্কাল, খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি। ২০১৩ সালেওই এলাকা থেকে দুটি মহিলা নিখোঁজ হয়। এদের সঙ্গে ওই উদ্ধার হওয়া কঙ্ককালের কোন যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: বাজেট নিয়ে কি জ্যোতিষেই ভরসা রাখছে রাজ্য? দিন পরিবর্তন নিয়ে তুঙ্গে জল্পনা
বাড়ির মালিকের স্ত্রি পায়েল সরকার যানান বর্ষার সময় ট্যাঙ্কে জল উঠে তাই বর্ষার আগে ট্যাঙ্কটি পরিস্কার করার কাজ চলাকালীন উদ্ধার হয় কঙ্কাল,এলাকার সদস্যকে খবর দিলে তিনি পুলিশ কে খবর দেয়। এলাকার বাসিন্দা দিপঙ্কর নস্কর বলেন, এই এলাকায় ১০ বছর আগে দুটি মহিলা নিখোঁজ হয়ে যায়, তৎকালীন বাড়ির মালিককে আমাদের সন্দেহ হয়, তখন তাকে মারধর ও করা হ্য় ওই দুটি মেয়ে নিখোঁজের পিছনে রয়েছে বাড়ির মালিক সন্দেহে কিন্তু স্বীকার করেনি। পরে ওই পরিবার বাড়ি বিক্রি করে চলে যায়। আমাদের অনুমান ওই মহিলার কঙ্কাল এটি।
অর্পণ মন্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News