South 24 Parganas News: এই জায়গাই ছিল প্রাচীন হাজিপুর, শতাধিক বছর আগে এখানেই ছিল দেশের প্রথম কোয়ারেন্টাইন সেন্টার

Last Updated:

South 24 Parganas News: এই দরগার আরও একটি ইতিহাস আছে। এই দরগা হল দেশের প্রথম কোয়ারেন্টাইন সেন্টার

+
মছলন্দ

মছলন্দ পীরের দরগা

নবাব মল্লিক, ডায়মন্ডহারবার: ডায়মন্ডহারবারের আদি নাম ছিল হাজিপুর। এখনও প্রবীণরা অনেকে এই নাম ব‍্যবহার করেন। কিন্তু কেন এই নাম তার পিছনে আছে ইতিহাস। তখনও এক আমাদের দেশে বিমানের ব‍্যবহার শুরু হয়নি। হাজিরা হজযাত্রার জন‍্য পায়ে হেঁটে অথবা জলপথে যাত্রা করতেন। অধিকাংশ হজযাত্রী নৌকায় করে হজে যাওয়া পছন্দ করতেন। সেই হজযাত্রীরা যাত্রার আগে এই বন্দর শহরে এসে বিশ্রাম নিতেন। ডায়মন্ডহারবারেও আসতেন অনেক হজযাত্রী। তাঁরা এসে ডায়ামন্ডহারবারের মছলন্দপীরের দরগায় আশ্রয় নিতেন। সেই থেকে এলাকার নাম হয়ে হাজিপুর।
কিন্তু কে এই মছলন্দ পীর? কথিত, মসনদি আলা নামের এক মুসলিম সাধক ডায়মন্ডহারবারের নুনগোলায় তাঁর দরগা তৈরি করেছিলেন। সেখানে অনেক ভক্ত আসতেন তাঁদের মনস্কামনা পূর্ণ করতে। এখনও অনেকে সেই বিশ্বাসে এই পীরের দরগায় মানত করতে যান।
advertisement
এই দরগার আরও একটি ইতিহাস আছে। এই দরগা হল দেশের প্রথম কোয়ারেন্টাইন সেন্টার। ইংরেজরা আমাদের দেশে আসার পর হজযাত্রীরা হজ থেকে ফিরলে তাঁদের এখানেই নিভৃতবাসে রাখতেন। নির্দিষ্ট দিন অতিক্রম করলে তবেই মিলত বাইরে যাওয়ার অনুমতি।
advertisement
সেদিক থেকে দেখতে গেলে এটিই দেশের প্রথম কোয়ারেন্টাইন সেন্টার। সেই জায়গাটি আজও ডায়মন্ডহারবার শহরের বুকে নির্জন অবস্থায় পড়ে রয়েছে। আপনি চাইলেই দেখে আসতে পারেন, এই মছলন্দ পীরের দরগা।
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এই জায়গাই ছিল প্রাচীন হাজিপুর, শতাধিক বছর আগে এখানেই ছিল দেশের প্রথম কোয়ারেন্টাইন সেন্টার
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement