South 24 Parganas News: সেচ খালে ইচ্ছেমত বাঁধ, নষ্ট হওয়ার মুখে হাজার বিঘের ধান
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মূলত গরমের সময় চাষের কাজে জলের যোগান দিতে যে সেচ খাল আছে তার একাংশ শুকিয়ে খট খট করছে, জলের চিহ্নমাত্র নেই। অথচ এই খালে জল সরবরাহ করা হয় ডায়মন্ডহারবার থেকে।
দক্ষিণ ২৪ পরগনা: জলের স্বাভাবিক প্রবাহে সৃষ্টি হয়েছে বাধা। ফলে সঙ্কটে পড়েছেন মন্দিরবাজারের চাষিরা। এর জেরে কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে জল সরবরাহে ঠিক কোন জায়গায় সমস্যা তা জানতে মন্দিরবাজারের সহ কৃষি অধিকর্তা মহম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম এলাকা পরিদর্শন করে। সেখানেই উঠে আসে এক ভয়াবহ চিত্র। মূলত গরমের সময় চাষের কাজে জলের যোগান দিতে যে সেচ খাল আছে তার একাংশ শুকিয়ে খট খট করছে, জলের চিহ্নমাত্র নেই। অথচ এই খালে জল সরবরাহ করা হয় ডায়মন্ডহারবার থেকে। জানা গিয়েছে, সেই জল আসার পথে একাধিক জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। অনেক জায়গাতেই প্রশাসনের অনুমতি ছাড়াই খালের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁধ। আর তাতেই এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
advertisement
মূলত এই সেচখাল দিয়ে জল মন্দিরবাজার হয়ে মথুরাপুর-১ ও ২ ব্লকে প্রবেশ করে। ফলে মন্দিরবাজারের সেচখালে জল থাকা খুবই জরুরি বলে জানিয়েছেন সহ কৃষি অধিকর্তা। এই অবস্থায় চাষের ক্ষতি আটকাতে গোটা খাল পরিদর্শন করে বিশেষ রিপোর্ট তৈরি করে উচ্চমহলে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 2:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সেচ খালে ইচ্ছেমত বাঁধ, নষ্ট হওয়ার মুখে হাজার বিঘের ধান