Murshidabad News: গ্রামবাসীর কষ্ট দূর করতে হাসপাতাল তৈরি করল পঞ্চায়েত

Last Updated:

ইন্দ্রানী পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা এই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রটিতে ১০ টি শয্যা আছে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এই হাসপাতালের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, স্থানীয় বিডিও বাপি ধর

+
title=

মুর্শিদাবাদ: গ্রামীণ হাসপাতাল তৈরি করল গ্রাম পঞ্চায়েত। খড়গ্রামের ইন্দ্রানী পঞ্চায়েতের তত্ত্বাবধনে নবরূপে সাজিয়ে তোলা হল ইন্দ্রাণী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। এতদিন অসুস্থ রোগীকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হত ইন্দ্রানী পঞ্চায়েতের অন্তর্গত গ্রামবাসীদের। প্রায় ১৫ কিলোমিটার দূরের খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ছুটতে হত। অথবা ৪০ কিলোমিটার দূরের কান্দি মহকুমা হাসপাতাল ছিল ভরসার জায়গা। গ্রামবাসীদের এই হয়রানি দূর করতেই পঞ্চায়েত নিজস্ব উদ্যোগে নতুন করে গড়ে তুলল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র।
ইন্দ্রানী পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা এই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রটিতে ১০ টি শয্যা আছে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এই হাসপাতালের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, স্থানীয় বিডিও বাপি ধর, খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক রিন্টু গাজি, পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মণ্ডল, সহকারী সভাপতি শামসের আলি মোমিনরা।
advertisement
advertisement
পঞ্চায়েতের উদ্যোগে গড়ে তোলা এই গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রটির জন্য শুধু ওই পঞ্চায়েতের অন্তর্গত বাসিন্দারাই নয়, পার্শ্ববর্তী বীরভূম জেলার অসংখ্য মানুষ উপকৃত হবেন। উল্লেখ্য, ১৯৭৬ সালে ইন্দ্রানী গ্রামে একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছিল। কিন্তু তার পরিকাঠামো বলতে কিছুই ছিল না। সেই স্বাস্থ্য কেন্দ্রের ভবনটি নতুন করে সংস্কার করে এবার সম্পূর্ণ গ্রামীণ হাসপাতাল রূপে গড়ে তোলা হল। পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গ্রামবাসীর কষ্ট দূর করতে হাসপাতাল তৈরি করল পঞ্চায়েত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement