South 24 Parganas News: স্বস্তির বৃষ্টিতে ফলের গোড়া শক্ত হয়ে কমল ঝরার সম্ভাবনা, খুশি ফল চাষীরা
- Published by:Uddalak B
Last Updated:
South 24 Parganas News: স্বস্তির বৃষ্টি দেখেছে বাংলা। আর এই বৃষ্টির জেরে যতটা মানুষ এই হাঁস ফাঁস গরম থেকে নিস্তার পেয়েছে, ততটাই হাসি ফুটেছে ফল ও সবজি চাষীদের।
দক্ষিণ ২৪পরগনা: স্বস্তির বৃষ্টি দেখেছে বাংলা।আর এই বৃষ্টির জেরে যতটা মানুষ এই হাঁস ফাঁস গরম থেকে নিস্তার পেয়েছে, ততটাই হাসি ফুটেছে ফল ও সবজি চাষীদের। যার কারণ সামনে বাঙালির আসন্ন একটি অন্যতম ভুরিভোজ জামাইষষ্ঠীতে আম কাঁঠাল লিচুর ঘাটতি হবে না।
তাই একটু হলেও ফল চাষীদের মুখে হাসি ফুটল। কারণ এই বৃষ্টিতে বিভিন্ন ফলের গোড়া অনেকটাই শক্ত হয় এবং ঝরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে আর স্বাদও মিষ্টি হয়। আর যার কারণে একটু হলেও লাভের মুখ দেখতে পাবে বলে আশা করছে চাষিরা।
advertisement
advertisement
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য ছাড়বে এই বিশেষ ট্রেন, জানুন সময়সূচি
আমরা জানি সাধারণত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ফল থেকে সবজির চাষের অনেকটাই এগিয়ে থাকে। আর এই তীব্র গরমের জেরে ফলনের বৃদ্ধি ও গুণগতমান সেভাবে হচ্ছিল না। আর এই দুদিনের বৃষ্টিতে বিভিন্ন গাছের গোড়া ভালভাবেই ভিজেছে। এবং বিভিন্ন ফলের বোঁটা শক্ত হয়েছে।
advertisement
আরও একটি মূল বিষয় এ বছর দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আম ও বিভিন্ন ফল ফলনে খুব ভাল হয়েছে। আর যতটুকু এই দুদিনের বৃষ্টি হয়েছে তাতে বিভিন্ন ফলের বৃষ্টির জল পেয়েছে এবং বোঁটা আরও শক্ত হবে। আবারও যদি গরম পড়ে। তবে গাছ থেকে ফল সে ভাবে ঝরে পড়ার সম্ভাবনা কমই থাকবে। এবং ফলনও বৃদ্ধি পাবে এই বৃষ্টির কারণে। আরও দু-একদিন যদি বৃষ্টি হয় তাহলে ফল চাষিদের আরও অনেকটাই উপকার হবে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 4:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: স্বস্তির বৃষ্টিতে ফলের গোড়া শক্ত হয়ে কমল ঝরার সম্ভাবনা, খুশি ফল চাষীরা