Durga Puja 2023: ভাঙা বোতলের মণ্ডপ যেন ভঙ্গুর মনের কথা বলে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Durga Puja 2023 : ২০ হাজার ভাঙা বোতল দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ, বারুইপুরে আপনার জন্য অপেক্ষা করছে চমক
দক্ষিণ ২৪ পরগনা: এখন ষষ্ঠীর আগেই দুর্গাপুজো শুরু হয়ে যায়। আর চলতি বছর তো মহালয়ার আগে থেকেই বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছে। তবে এবার চমকে দেওয়া পুজো শুধু কলকাতায় হচ্ছে না। শহরতলী এবং জেলাগুলিরও বেশ কিছু থিমের পুজো সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। কলকাতার দক্ষিণ শহরতলী বারুইপুর এর মধ্যে অন্যতম। এখানকার বেশ কিছু পুজো রীতিমতো নজর কাড়ছে। বারুইপুরের অন্যতম সেরা দুর্গাপুজো হল শাসন বালক সংঘ। এখানে ভাঙা শিশি, বোতল দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ!
আরও পড়ুন: বাড়িতে মিলেছিল ১৯ শিশুর কঙ্কাল, উঠেছিল ‘মানুুষের মাংস’ খাওয়ার অভিযোগ, নিঠারি-কাণ্ডে ফাঁসির সাজা রদ
বারুইপুরের শাসন বালক সংঘের মণ্ডপ তৈরি করতে ২০ হাজারেরও বেশি ভাঙা বোতল লেগেছে। এই পুজো এবছর ৬৭ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর সভাপতি হলেন বারুইপুরের পুরপ্রধান সুভাষ রায় চৌধুরী। এই পুজোর থিম হল- অন্তঃশক্তি। ভাঙা বোতলের পাশাপাশি লোহা, ফাইবার দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।
advertisement
advertisement
কাচ যেমন ভেঙে পড়ে কিছু মানুষের মনও তেমনই অল্পতেই ভেঙে পড়ে। মানুষের মনের অভ্যন্তরীণ গতিপথ যেন ফুটে উঠেছে এই পুজো মণ্ডপে। থিমের চমকের পাশাপাশি এখানে থাকছে জমকালো আলোকসজ্জা। এখানে মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ, একেবারে শেষ মুহূর্তের কিছু কাজ চলছে।।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন। বারুইপুর এলাকার বেশ কয়েকটি পুজোর মধ্যে অন্যতম এই শাসন বালক সংঘের পুজো। প্রতিবছর এখানে প্রতিমা দেখতে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়।
advertisement
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 1:32 PM IST