Nithari Killings case: বাড়িতে মিলেছিল ১৯ শিশুর কঙ্কাল, উঠেছিল ‘মানুুষের মাংস’ খাওয়ার অভিযোগ, নিঠারি-কাণ্ডে ফাঁসির সাজা রদ

Last Updated:

২০০৫-২০০৬ সালের ঘটনা৷ নয়ডার নিঠারি থেকে একের পর এক শিশু, কিশোরীর নিখোঁজ হওয়ার খবর সামনে আসতে শুরু করে৷ সেই নিখোঁজ কাণ্ডের তদন্তে নেমে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর পেশায় ব্যবসায়ী পান্ধেরের বাড়ির চারপাশ থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় ১৯টি কঙ্কাল৷ পাওয়া গিয়েছিল একাধিক হাড়গোড়ও৷ ঠিক কতগুলি শিশুকে যৌন নির্যাতন করে খুন করেছিল মণীন্দ্র সিং পান্ধের, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে৷

কলকাতা: বাড়ির ড্রেন খুঁড়ে একের পর এক উদ্ধার হচ্ছে শিশুর কঙ্কাল৷ পরিচারিকাকে ধর্ষণ করে খুন করে, তার মাংস পর্যন্ত সেদ্ধ করে খাওয়ার অভিযোগ উঠেছিল এঁদের বিরুদ্ধে৷ নয়ডার সেই নিঠারি গণহত্যা কাণ্ডের ১২টি মামলা থেকে এবার কার্যত ‘বেকসুর’ খালাস ঘোষণা করা হল মণীন্দ্র সিংহ পান্ধের এবং সুরেন্দ্র কোলিকে৷ পান্ধেরদের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছিল নিম্ন আদালত৷ কিন্তু, পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় তাঁদের ফাঁসির সাজা রদের নির্দেশ দিল ইলাহাবাদ হাইকোর্ট৷
২০০৫-২০০৬ সালের ঘটনা৷ নয়ডার নিঠারি থেকে একের পর এক শিশু, কিশোরীর নিখোঁজ হওয়ার খবর সামনে আসতে শুরু করে৷ সেই নিখোঁজ কাণ্ডের তদন্তে নেমে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর পেশায় ব্যবসায়ী পান্ধেরের বাড়ির চারপাশ থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় ১৯টি কঙ্কাল৷ পাওয়া গিয়েছিল একাধিক হাড়গোড়ও৷ ঠিক কতগুলি শিশুকে যৌন নির্যাতন করে খুন করেছিল মণীন্দ্র সিং পান্ধের, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে৷
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দেদার চলত পাসপোর্টের ‘ব্যবসা’! জাল ছড়িয়ে এই কলকাতাতেও, ফাঁস লেনদেন
এই গোটা পর্বে মণীন্দ্রকে সাহায্য করেছিল তার পরিচারক সুরেন্দ্র কোলি৷ অভিযোগ, শিশু, কিশোরীদের চকোলেট, মিষ্টির লোভ দেখিয়ে বাড়িতে ডেকে এনে তাঁদের খুন করত৷ তারপর মৃতদেহের সঙ্গে যৌন ক্রিয়া চালাত এঁরা দু’জন৷ এমনকি, তাদের মাংসও নাকি প্রেশার কুকারে সেদ্ধ করে খেত মণীন্দ্র এবং সুরেন্দ্র৷
advertisement
advertisement
নিঠারি কাণ্ডের ১৯টি মামলার মধ্যে যথেষ্ট প্রমাণের অভাবে তিনটি মামলা খারিজ হয়ে গিয়েছিল। বাকি ১৬টি মামলার মধ্যে সাতটিতে ফাঁসির সাজা দেওয়া হয় কোলিকে। মণীন্দ্র অবশ্য মামলায় জামিনে ছাড়া পেয়েছিলেন। পরে পিঙ্কি খুনের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: পুজোয় ১ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিচ্ছে বিজেপি-ও! টাকা পেতে কী কী শর্ত? জানিয়ে দিয়েছেন নেতারা
মণীন্দ্রের বাড়িতে পরিচারিকার কাজ নিয়ে গিয়েছিল বছর কুড়ির বাঙালি তরুণী পিঙ্কি৷ ২০০৭ সালের এপ্রিলে পিঙ্কির জামাকাপড় শনাক্ত করেন তাঁর বাবা-মা। তদন্তকারী সংস্থা জানায়, পিঙ্কিকেও শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছিল। সুরেন্দ্র দোতলার কলঘরে তাঁকে খুন করেন। তার পর তাঁর মাথা কেটে বাকি দেহ প্রেশার কুকারে রান্না করে খেয়ে নেন বলে অভিযোগ ওঠে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nithari Killings case: বাড়িতে মিলেছিল ১৯ শিশুর কঙ্কাল, উঠেছিল ‘মানুুষের মাংস’ খাওয়ার অভিযোগ, নিঠারি-কাণ্ডে ফাঁসির সাজা রদ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement