Durga Puja 2023: পুজোয় ১ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিচ্ছে বিজেপি-ও! টাকা পেতে কী কী শর্ত? জানিয়ে দিয়েছেন নেতারা

Last Updated:

বিজেপি সূত্রের দাবি, তাঁদের থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য ১১০০-ও বেশি আবেদন জমা পড়েছে। চূড়ান্ত করা হয়েছে ৪৫০টি দুর্গাপুজোকে।এই পুজোগুলিকেই আর্থিক সাহায্য দেবে পদ্ম শিবির। তবে বিজেপির অনুদান পেতে পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট গাইডলাইন মানতে হবে বলে সূত্রের খবর।

কলকাতা: পাখির চোখ চব্বিশের ভোট। তার আগে শারদ উৎসবকে জনসংযোগের অন্যতম সময় হিসাবে ধরতে চায় গেরুয়া শিবির৷ সেই কথা মাথায় রেখেই সম্ভবত পুজোর জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করেছে বিজেপি৷ পাড়া বা ক্লাবের পুজোয় অনুদান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম ‘মাস্টারস্ট্রোক’ বলে মনে করেন বঙ্গ রাজনীতি বিশারদদের অনেকেই৷ এবার সমান্তরাল অনুদানের মাধ্যমে সেখানেও ভাগ বসাতে চাইছে বিজেপি৷ পদ্ম শিবিরের দাবি, জেলায় জেলায় তাঁদের অনুদানের ভালই চাহিদা রয়েছে।
অনুদানের পাল্টা অনুদান। বিজেপি বরাবরই তৃণমূল সরকারের পুজো অনুদানের বিরোধিতা করেছে। দাবি করেছে, এ সব আসলে টাকা দিয়ে ক্লাবগুলিকে ‘হাতে রাখার চেষ্টা’। সেই বিজেপি-ই এবার পুজো অনুদান দেওয়ার পথে। তাঁদের এ-ও দাবি, বেশ কিছু জেলাতেই বিজেপির পুজো অনুদানের ভাল চাহিদা রয়েছে। তবে সরকার যেভাবে ক্লাবগুলিকে অনুদান দিচ্ছে তার বিরোধিতায় আজও সরব গেরুয়া শিবির।
advertisement
আরও পড়ুন: ৬ বছরের বাচ্চাকে ২৬ বার এলোপাথাড়ি কোপ! গলা টিপে খুনের চেষ্টা মা-কেও, আরও ছড়াল হামাস-ইজরায়েল যুদ্ধের হিংসা
সূত্রের খবর, বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ, কিছু পুজো যেমন ‘তৃণমূলের পুজো’ হিসাবে পরিচিত, ঠিক তেমনই ‘বিজেপির পুজো’ বলেও পরিচিত হোক কিছু ক্লাবের পুজো৷ সেই কথা মাথায় রেখেই জেলায় জেলায় অনুদানের জন্য আবেদন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছিল জেলাস্তরের নেতাদের৷ তবে অনুদান পাওয়ার জন্য রয়েছে শর্তও৷
advertisement
advertisement
বিজেপি সূত্রের দাবি, তাঁদের থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য ১১০০-ও বেশি আবেদন জমা পড়েছে। চূড়ান্ত করা হয়েছে ৪৫০টি দুর্গাপুজোকে।এই পুজোগুলিকেই আর্থিক সাহায্য দেবে পদ্ম শিবির। তবে বিজেপির অনুদান পেতে পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট গাইডলাইন মানতে হবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: পুজোর মুখে নিম্নচাপ? যা ঘোরার এখনই ঘুরে নিন, নবমী থেকেই ভোল পাল্টাবে আবহাওয়া
বিজেপি-র এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অন্যতম সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল কিংবা দলের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘নির্দিষ্ট গাইডলাইন মানলে প্রত্যেকেই অনুদান পাবে।’’ কিছু কিছু পুজো কমিটিকে সর্বোচ্চ  ১ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার কথাও ভাবছে বিজেপি।
advertisement
সূত্রের খবর, যেমন, পুজো মণ্ডপের আশপাশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যানার লাগাতে হবে। মণ্ডপসজ্জায় ভারতীয় সংস্কৃতির প্রভাব থাকতে হবে। দুর্গাপুজোর কমিটিতে রাখতেই হবে বিজেপি-র একজন নেতাকেও।
বিজেপি সূত্রের এ-ও দাবি, তাঁদের অনুদানের চাহিদা সবচেয়ে বেশি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায়। এখানে ব্লক ও পুর এলাকা মিলিয়ে মোট ১৩টি পুজো কমিটিকে আর্থিক অনুদান দেবে বিজেপি। আবেদন করার পর আবার এই অনুদান না পাওয়ায় ক্ষোভও তৈরি হয়েছে জেলায় জেলায়। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, অনুদান নিয়ে কোনও ক্ষোভ তৈরি হয়নি।
advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2023: পুজোয় ১ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিচ্ছে বিজেপি-ও! টাকা পেতে কী কী শর্ত? জানিয়ে দিয়েছেন নেতারা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement