IMD Weather Update: পুজোর মুখে নিম্নচাপ? যা ঘোরার এখনই ঘুরে নিন, নবমী থেকেই ভোল পাল্টাবে আবহাওয়া

Last Updated:
পুজোর আগে আরবসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা। যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পরবে না বলেই মত আবহাওয়াবিদদের।
1/13
মহালয়ার সঙ্গে সঙ্গে সূচনা হয়ে গিয়েছে দেবীপক্ষের৷ আর সেই সঙ্গে এসে গেছে পুজো৷ মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গেছে শহরের বেশ কিছু বড় পুজোর৷ আর সপ্তমী-অষ্টমীর ভিড় এড়াতে এখন মহালয়া থেকেই কার্যত প্যান্ডেলমুখী হয়ে যান বহু বাঙালি৷ কিন্তু, প্যান্ডেল হপিং করার আগে আকাশের অবস্থা কেমন থাকবে, তার আভাস আগেভাগে পাওয়া দরকার৷ না হলে রাস্তায় মাঝে বৃষ্টিতে ধুয়ে মাটি হয়ে যেতে পারে সমস্ত সাজ৷
মহালয়ার সঙ্গে সঙ্গে সূচনা হয়ে গিয়েছে দেবীপক্ষের৷ আর সেই সঙ্গে এসে গেছে পুজো৷ মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গেছে শহরের বেশ কিছু বড় পুজোর৷ আর সপ্তমী-অষ্টমীর ভিড় এড়াতে এখন মহালয়া থেকেই কার্যত প্যান্ডেলমুখী হয়ে যান বহু বাঙালি৷ কিন্তু, প্যান্ডেল হপিং করার আগে আকাশের অবস্থা কেমন থাকবে, তার আভাস আগেভাগে পাওয়া দরকার৷ না হলে রাস্তায় মাঝে বৃষ্টিতে ধুয়ে মাটি হয়ে যেতে পারে সমস্ত সাজ৷
advertisement
2/13
তবে খুব একটা আশার কথা শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর৷ কারণ,পুজোর মুখে ঘনাচ্ছে নিম্নচাপের আশঙ্কা! পুজোর মাঝখানেই হঠাৎ করে ভোল বদলে ফেলতে পারে আবহাওয়া৷
তবে খুব একটা আশার কথা শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর৷ কারণ,পুজোর মুখে ঘনাচ্ছে নিম্নচাপের আশঙ্কা! পুজোর মাঝখানেই হঠাৎ করে ভোল বদলে ফেলতে পারে আবহাওয়া৷
advertisement
3/13
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে সকাল-সন্ধ্যার দিকে থাকবে হালকা শীতের অনুভূতি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে সকাল-সন্ধ্যার দিকে থাকবে হালকা শীতের অনুভূতি।
advertisement
4/13
কিন্তু, যাঁরা ভাবছেন নবমী-দশমীতেও প্যান্ডেল হপিং সারবেন, তাঁরা কিন্তু, প্ল্যানটা তাড়াতাড়ি বদলে ফেলুন৷ কারণ, আলিপুরের পূর্বাভাস বলছে নবমী-দশমী থেকেই আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ৷ ভারী বৃষ্টির না হলেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু, কেমন থাকবে আজকের আবহাওয়া? বৃষ্টি কি পড়বে?
কিন্তু, যাঁরা ভাবছেন নবমী-দশমীতেও প্যান্ডেল হপিং সারবেন, তাঁরা কিন্তু, প্ল্যানটা তাড়াতাড়ি বদলে ফেলুন৷ কারণ, আলিপুরের পূর্বাভাস বলছে নবমী-দশমী থেকেই আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ৷ ভারী বৃষ্টির না হলেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু, কেমন থাকবে আজকের আবহাওয়া? বৃষ্টি কি পড়বে?
advertisement
5/13
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। এরপর শুধু দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। সোম-মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। এরপর শুধু দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। সোম-মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।
advertisement
6/13
দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। জলীয় বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। দক্ষিণা বাতাসের জায়গায় উত্তুরে বাতাস প্রভাব বিস্তার করবে।
দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। জলীয় বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। দক্ষিণা বাতাসের জায়গায় উত্তুরে বাতাস প্রভাব বিস্তার করবে।
advertisement
7/13
কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আর্দ্রতাজনিত সামান্য অস্বস্তি অবশ্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আগামী দু’দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও সময়ের সঙ্গে ধীরে ধীরে কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আর্দ্রতাজনিত সামান্য অস্বস্তি অবশ্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আগামী দু’দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও সময়ের সঙ্গে ধীরে ধীরে কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
advertisement
8/13
 কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
advertisement
9/13
পুজোর আগে আরবসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা। যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পরবে না বলেই মত আবহাওয়াবিদদের।
পুজোর আগে আরবসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা। যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পরবে না বলেই মত আবহাওয়াবিদদের।
advertisement
10/13
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। ধীরে ধীরে জলীয় বাষ্প কমবে বাতাসে, শুকনো আবহাওয়া।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। ধীরে ধীরে জলীয় বাষ্প কমবে বাতাসে, শুকনো আবহাওয়া।
advertisement
11/13
দক্ষিণ অসম ও সংলগ্ন এলাকায়। পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আগামী ৪৮ ঘণ্টায় এই ঝঞ্ঝা সমতলের রাজ্যগুলিতে প্রভাব বিস্তার করবে। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত ১৭ অক্টোবর মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরব সাগর পেরিয়ে ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা।
দক্ষিণ অসম ও সংলগ্ন এলাকায়। পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আগামী ৪৮ ঘণ্টায় এই ঝঞ্ঝা সমতলের রাজ্যগুলিতে প্রভাব বিস্তার করবে। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত ১৭ অক্টোবর মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরব সাগর পেরিয়ে ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা।
advertisement
12/13
বর্ষার বিদায় রেখা মালদা বিশাখাপত্তনম লালগোণ্ডা রায়চুর হয়ে গিয়েছে। পরিস্থিতি অনুকূল আগামী দু-তিন দিনে বাংলার বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। সম্পূর্ণভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে উত্তরবঙ্গের কিছু এলাকায় বর্ষা বিদায় নিয়েছে। উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশ থেকে আগামী কয়েক দিনের বর্ষা পুরোপুরিভাবে বিদায় নেবে।
বর্ষার বিদায় রেখা মালদা বিশাখাপত্তনম লালগোণ্ডা রায়চুর হয়ে গিয়েছে। পরিস্থিতি অনুকূল আগামী দু-তিন দিনে বাংলার বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। সম্পূর্ণভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে উত্তরবঙ্গের কিছু এলাকায় বর্ষা বিদায় নিয়েছে। উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশ থেকে আগামী কয়েক দিনের বর্ষা পুরোপুরিভাবে বিদায় নেবে।
advertisement
13/13
১৬ অক্টোবর পর্যন্ত পঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা। ১৬ অক্টোবর জম্মু-কাশ্মীর সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু কেরল ও মাহেতেই বৃষ্টির সম্ভাবনা ১৮ অক্টোবর পর্যন্ত। ১৬ থেকে ১৮ অক্টোবর কর্ণাটক ও তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দক্ষিণের বেশ কয়েকটি রাজ্যে হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা। 
১৬ অক্টোবর পর্যন্ত পঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা। ১৬ অক্টোবর জম্মু-কাশ্মীর সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু কেরল ও মাহেতেই বৃষ্টির সম্ভাবনা ১৮ অক্টোবর পর্যন্ত। ১৬ থেকে ১৮ অক্টোবর কর্ণাটক ও তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দক্ষিণের বেশ কয়েকটি রাজ্যে হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা। 
advertisement
advertisement
advertisement