সুন্দরবন: সুন্দরবনের কয়েকটি পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হল কেল্লা। এই পর্যটন কেন্দ্রের যাওয়ার একমাত্র রাস্তা ধোসা থেকে কেল্লা। এই রাস্তার বেহালদশা। আর এই পর্যটন কেন্দ্র কেল্লাগামী রাস্তার বেহাল দশার কারণে কমছে পর্যটক দাবি এলাকার সাধারণ মানুষের। দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ধোসা থেকে কেল্লা রাস্তাটি সুন্দরবন ভ্রমণকারীদের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কেল্লা যাওয়ার অন্যতম পথ।
দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল সেখানে যাওয়ার রাস্তা। আর যার ফলে কেল্লার পিকনিক স্পটে কমছে পর্যটকের আনাগোনা। ব্যস্ততম ঐ রাস্তাটি জয়নগর তথা কুলতলী মানুষের যাতায়াতেরও একমাত্র পথ। এই রাস্তার দুরবস্থা নিয়ে স্থানীয়রা কখনও অবরোধ করে আবার কখনও প্রশাসনকে অনুরোধ করে। তবে আজও অবস্থার কোন পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: ফের তাজা বোমা উদ্ধার হালিশহরে! আতঙ্কে স্থানীয়রা
পর্যটকদের পাশাপাশি এলাকার স্থানীয় মানুষদের দাবি খারাপ রাস্তার জন্য রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় গাড়ি চালাতে হয় বলে দাবি করেছেন এলাকার গাড়িচালকেরা। এই খারাপ রাস্তার কারণে মাঝে মধ্যেই ইঞ্জিনের সমস্যা দেখা দিচ্ছে। ধোসা থেকে কেল্লা পর্যন্ত এই রাস্তাটির প্রায় ১৮ কিলোমিটারের দূরত্ব। কুলতলী জয়নগর থেকে লক্ষ লক্ষ মানুষের মুখ্য এই সড়ক। অসন্তোষের সুর সাধারণ পথচারী থেকে চালকদের গলায়।
তবে এ বিষয়ে স্থানীয় বিধায়ক জানিয়েছেন কিছুদিনের মধ্যেই এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। যার জন্য টাকাও বরাদ্দ হয়ে গিয়েছে। তবে পঞ্চায়েত ভোটের আগে রাস্তা ছাড়ানো হবে কিনা সে নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ সাধারণ মানুষের।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South24 Parganas News