Crime News: মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে স্থানীয় যুবকের হাতে আক্রান্ত দেউলার ছাত্রী
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
Crime News: মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে স্থানীয় যুবকের হাতে আক্রান্ত ছাত্রী। ঘটনায় উস্থি থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত ছাত্রীর পরিবার।
দেউলা: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবকের হাতে আক্রান্ত পরীক্ষার্থী। ঘটনার পর থেকে আতঙ্কে গৃহবন্দী ওই ছাত্রী।জানা যায়, উস্থি থানার দেউলার বাসিন্দা ওই ছাত্রী নেতড়া হাই মাদ্রাসা থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাঁর পরীক্ষার সিট পড়েছে নব সংগ্রামপুর হাই মাদ্রাসাতে। আক্রান্ত ছাত্রীর অভিযোগ, শনিবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই এলাকার এক যুবক আরিয়ান মোল্লা তাঁদের দেখে কটুক্তি করে । তখনই ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ অভিযুক্ত যুবককে মারধর করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।
আরও পড়ুনঃ বাড়িতে ফোন করে বাবা জানাল, ছেলেকে শ্বাসরোধ করে জমিতে পুঁতে রেখেছি! উস্তিতে মারাত্মক ঘটনা
advertisement
পরে আরিয়ান মোল্লা ও তার পরিবারের লোকজন শনিবার রাতে দেউলার মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ছাত্রীটি তখন বাড়িতে একাই ছিলো বলে জানা যায়।পরে পরিবারের লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অভিযুক্ত যুবক ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে উস্থি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের লোকজন।জানা যায় আক্রান্ত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা মা নেই দাদু দিদার কাছে থাকে সে। এখনো তিনটি পরীক্ষা বাকি রয়েছে তাঁর।
advertisement
আরও পড়ুনঃ বিভীষিকা কাণ্ড মহেশতলায়! আগুনে ঝলসে যাওয়া শরীর, যুবকের চিৎকার, ছুটে এল পুলিশ
অভিযুক্ত যুবকের ভয়ে বাকি ৩ টি পরীক্ষা কীভাবে দেবে বুঝে উঠতে পারছেনা সে। আতঙ্কে গৃহবন্দী মাধ্যমিক পরীক্ষার্থী। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে সমস্ত রকম তদন্তের আশ্বাস দেন ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন দে।অন্যদিকে ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 1:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Crime News: মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে স্থানীয় যুবকের হাতে আক্রান্ত দেউলার ছাত্রী