South 24 Parganas News: যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল ২টি গ্রামের, সমস্যায় হাজার দুয়েক পরিবার
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনার জয়রামখালী ও দুমকি গ্রামের মাঝে ডাবু খালের উপরে সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল দুই গ্রামের। স্কুল-কলেজ, বাজার-ঘাট, হাসপাতালে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেল।
ক্যানিং: স্কুল-পাঠশালা থেকে শুরু করে বাজার-ঘাট, যাওয়া এমনকি হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। দক্ষিণ ২৪ পরগনার জয়রামখালী ও দুমকি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল সেতু ভেঙে। কীভাবে যাতায়াত করবে সেই নিয়ে চিন্তিত গ্রামের কয়েক হাজার মানুষ। বছরখানেক আগেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ডাবু খালের উপরে তৈরি হয়েছিল কাঠের সেতু।
এদিন জয়রামখালি ও দুমকি গ্রামের সংযোগকারী এই কাঠের সেতুটি আচমকা ভেঙে পড়ে। এর ফলে সমস্যায় পড়েছেন দুপাশের কয়েক হাজার মানুষ। স্কুল-পাঠশালা থেকে শুরু করে বাজার-ঘাট যাওয়া এমনকি হাসপাতালে যাওয়ার জন্য এই কাঠের সেতুকে ব্যবহার করতে হয় স্থানীয় মানুষদের।
আরও পড়ুন ঃ মা বলছেন ‘নির্দোষ’, বাবা বলছেন ‘দোষী হলে শাস্তি হোক’, যাদবপুর কাণ্ডে সরগরম কুলতলি
দীর্ঘদিন ধরে এখানেই ছিল একটি কংক্রিটের সেতু। বছর দুয়েক আগে সেটি আচমকা ভেঙে পড়ায় অনেক তদবিরের পর এই কাঠের সেতুটি তৈরি হয়েছিল ডাবু খালের উপরে। কিন্তু সেটিও এক বছরের বেশি টিকলো না। স্থানীয়দের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ার কারণেই ভেঙে পড়েছে এটি। দ্রুত যাতে এই সেতুটি সংস্কার করা যায় সেই দাবি তুলেছেন স্থানীয়রা।
advertisement
advertisement
এ প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক বলেন, “বছরখানেক আগে এই এলাকায় একটি কংক্রিটের দুর্বল সেতু ছিল। সেটি কোনভাবে ভেঙে পড়েছিল তারপর মানুষের চলাচলের জন্য একটি কাঠের সেতু তৈরি করে দেওয়া হয়। আচমকাই সেই সেতুটিও ভেঙে পড়ে। বিষয়টি আমার নজরে এসেছে। যাতে দ্রুত একটি নতুন সেতু তৈরি করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।”
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 8:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল ২টি গ্রামের, সমস্যায় হাজার দুয়েক পরিবার