Baruipur Shootout|| মেলায় গিয়েছিলেন ২ হরিহর আত্মা বন্ধু, বাড়িতে ফিরল লাশ! বারুইপুর তোলপাড়

Last Updated:

Baruipur shootout: বারুইপুরে শুটআউট। মৃত্যু এক ব্যক্তির, আহত আরও এক যুবক। মঙ্গলবার রাত দু'টো নাগাদ এলাকায় গুলি চলে বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দা গ্রামে।

+
প্রতীকী

প্রতীকী ছবি।

#বারুইপুর: বারুইপুরে শুটআউট। মৃত্যু এক ব্যক্তির, আহত আরও এক যুবক। মঙ্গলবার রাত দু'টো নাগাদ এলাকায় গুলি চলে বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দা গ্রামে। মৃত ব্যক্তির নাম সাজ্জাত মণ্ডল (৪৮), বাড়ি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোড়দা এলাকায়। গুলিবিদ্ধ আহত যুবকের নাম শারফুদ্দিন লস্কর (৩১), বাড়ি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের হিমচিতে। বুধবার দুপুরে মৃত্যু হয়েছে তাঁরও।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা একটি মেলাতে গিয়েছিল। রাত দু'টো নাগাদ হঠাৎই খবর পান গুলিবিদ্ধ হয়েছেন দু'জনে। দ্রুত তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা সাজ্জাত মণ্ডলকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ যুবক শারফুদ্দিনকে কলকাতার চিত্তরঞ্জনে স্থানান্তরিত করা হয়। পরে আজ দুপুরে সেখানেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুনঃ রাতারাতি খুলল রাজমিস্ত্রীর কপাল! এক টিকিটেই বাজিমাত! কত কোটি জিতলেন?
শুটআউটের ঘটনায় বলাই নামে একজন যুক্ত বলে জানিয়েছেন গুলিবিদ্ধ শারফুদ্দিন লস্কর। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা অভিযুক্তর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কোনও টাকা-পয়সা লেনদেনের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে যে দু'জন গুলিবিদ্ধ হয়েছেন, তারা একে অপরের অত্যন্ত বন্ধু। তবে তাঁরা কোনওভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।
advertisement
advertisement
তবে কী কারণে এই এই খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কী কারনে এই খুন তার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Baruipur Shootout|| মেলায় গিয়েছিলেন ২ হরিহর আত্মা বন্ধু, বাড়িতে ফিরল লাশ! বারুইপুর তোলপাড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement