South 24 Parganas News:  স্কুল থেকেই তামাকজাত দ্রব্য বর্জনে সচেতনতা সাগরে

Last Updated:

তামাকজাত দ্রব্য বর্জন নিয়ে সাগরে স্কুলে সচেতনতা শিবিরের আয়োজন করল ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলা। শুধুমাত্র সাগর নয় পাথরপ্রতিমাতেও এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।

তামাকবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ স্কুলের ছাত্র-ছাত্রীদের
তামাকবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ স্কুলের ছাত্র-ছাত্রীদের
দক্ষিণ ২৪ পরগনা: তামাকজাত দ্রব্য বর্জন নিয়ে সাগরে স্কুলে সচেতনতা শিবিরের আয়োজন করল ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলা। শুধুমাত্র সাগর নয় পাথরপ্রতিমাতেও এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। বর্তমান প্রজন্ম তথা যুব সমাজের মধ্যে অপসংস্কৃতির ছায়া ক্রমশ গ্রাস করছে । বিভিন্ন তামাক ও তামাকজাত দ্রব্যের নেশায় আছন্ন হয়ে পড়েছে এই প্রজন্মের যুব সমাজ ও ছাত্র সমাজ।
যৌবনের প্রাক মুহুর্ত থেকেই নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে তারা। বিভিন্ন দোকানে ও ফোন মারফত বিভিন্ন নেশাজাত দ্রব্য দ্রুত পৌঁছে যাচ্ছে বর্তমান প্রজন্মের হাতে। যার বেশির ভাগটাই স্কুল কলেজের ছাত্র ছাত্রী । আর এই নেশাগ্রস্ত হওয়ার ফলে একদিকে তাদের টিবি, লিভার সিরোসিস, গলা, মুখ ও অন্ত্রে ক্যানসারের মত রোগ বাড়ছে।ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন অসামাজিক কাজ। আবার অনেক ক্ষেত্রে নিষ্পাপ প্রাণ ও চলে যাচ্ছে খুব কম বয়সে।সেজন্য তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক দিক নিয়ে ছাত্ৰ-ছাত্রীদের সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
advertisement
advertisement
এর আগে ফলতা ব্লকের ফলতা গ্রামীন হাসপাতালের উদ্যোগে রামগড়হাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির। আর এবার সাগরের জেসি মেমোরিয়াল ইন্সিটিউশানেও এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার প্রতিনিধি সিন্ধু বেরা সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য প্রতিনিধি ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্কুলে এই কর্মসূচির আয়োজন করায় খুশি অভিভাবকগণ।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News:  স্কুল থেকেই তামাকজাত দ্রব্য বর্জনে সচেতনতা সাগরে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement