Narendrapur Ramakrishna Mission in HS : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক! প্রথম দশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের জয়!

Last Updated:

Narendrapur Ramakrishna Mission in HS: মাধ্যমিকের সাফল্যের পর আবারো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড়সড় সাফল্য পেল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।উচ্চমাধ্যমিকে প্রথম ১০-এ রয়েছেন নরেন্দ্রপুরের ৯ জন পড়ুয়া।

+
নরেন্দ্রপুর

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ন'জন পড়ুয়া

নরেন্দ্রপুর : মাধ্যমিকের সাফল্যের পর আবারো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড়সড় সাফল্য পেল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম দশে ১৩ জন ছাত্র ছিল তার মধ্যে প্রথম ১২ জন ছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।আর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি প্রথম দশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের জয়জয়কার।উচ্চমাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করলেন শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই পড়ুয়া। তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ।
এছাড়া উচ্চমাধ্যমিকে প্রথম ১০-এ রয়েছেন নরেন্দ্রপুরের ৯ জন পড়ুয়া।
পরীক্ষার শেষে ৫৭ দিনের পর পরীক্ষার ফল প্রকাশ হলো। সারা রাজ্যের সমস্ত জেলাকে টেক্কা দিয়ে উচ্চমাধ্যমিকে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা।এদিন দুপুর ১২ টায় সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
advertisement
advertisement
আরও পড়ুন:
চলতি বছরে ১৪ মার্চ শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ মার্চ। মার্কশিট মিলবে সেই ৩১ মে। এবছর পরীক্ষা দিয়েছেন মোট আট লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। পরীক্ষায় দেন ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। এর মধ্যে ৯১.৮৬ শতাংশ ছাত্র পাশ করেছেন। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩৮ শতাংশের বেশি পরীক্ষার্থী। এক থেকে দশে অর্থাৎ মেরিট লিস্টে জায়গা করে নিয়েছেন ৮৭ জন।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Narendrapur Ramakrishna Mission in HS : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক! প্রথম দশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের জয়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement