বিড়াল রাস্তা কাটলে গাড়ির চালক একটুক্ষণ অপেক্ষা করে তারপর যান! শুধুই কুসংস্কার? এর পিছনে থাকা বৈজ্ঞানিক কারণগুলো জানেন কি?

আগে কার দিনে গরুর গাড়ির প্রচলন ছিল আর গরুদের সামনে দিয়ে বিড়াল গেলেই তারা অস্থির হয়ে পড়ত

গরুদের শান্ত করতে চালককে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দিতে হত।

সেই রেওয়াজই পরবর্তীকালে কুসংস্কারে পরিণত হয়

রয়েছে আরও কারণ! বিড়াল জাতীয় ছোট প্রাণীদের সাধারণত অন্য বড় প্রাণী বা মানুষ তাড়া করে। এর ফলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে ৷

তাই বিড়াল রাস্তা পার করার পর একটু দাঁড়িয়ে গেলে ওই প্রাণী বা মানুষের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কমে যায়৷ সেখান থেকেই শুরু হয় বিড়াল রাস্তা পাড় করলে দাঁড়িয়ে যাওয়া

জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ মানা হয়। রাহুর প্রভাবে জীবনে দুর্ঘটনার যোগ আসতে পারে। 

বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়ালরাহুল বাহন। 

এই কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। 

কারণ বিড়াল পথ কাটছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন