South 24bParganas News: বাসন্তিতে ২৬তম সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসব শুরু
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
- Reported by:Ananya Chakraborty
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কুলতলি মিলন তীর্থ সোসাইটির পরিচালনায় ২৬তম সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত।
#সুন্দরবন : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কুলতলি মিলন তীর্থ সোসাইটির পরিচালনায় ২৬তম সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর সহ কেন্দ্রীয় সংস্থার একাধিক আধিকারিকগণ। কুলতলি মিলন তীর্থ সোসাইটি এই মেলার আয়োজন করেছে। এই মেলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ৫০টিরও বেশী সংস্থার স্টল রয়েছে। আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আগামী দশ দিন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীকে উৎসর্গ করা হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় এই মেলার। প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে মেলার মাঠে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া মেলায় ফুড, ফ্যাশন ও বিনোদনের জন্য আলাদ পার্ক গড়ে তোলা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে প্রতিদিন সুন্দরবনের বিভিন্ন লোক সংস্কৃতির আয়োজন করা হবে। মেলার সভাপতি তথা কুলতলি মিলনতীর্থ সোসাইটির প্রতিষ্ঠাতা লোকমান মোল্লা জানান প্রতি বছর সুন্দরবনের কৃষ্টি মেলা লোকসংস্কৃতি উৎসবের একটি ভাবনা থাকে।
advertisement
আরও পড়ুনঃ আধার কার্ড তৈরি করতে গিয়ে সমস্যায় জেরবার সুন্দরবনের মানুষজন
যে ভাবনা সুন্দরবন বাসির কান্না এবং বেদনাকে তুলে ধরা। এবারের ভাবনা ক্যানিং সুন্দরবন ঝড়খালি রেললাইন সম্প্রসারণ দ্বিতীয় প্রতিবছর সুন্দরবনে ঝড় বন্যা খরা লেগে থাকে। সুন্দরবনের একমাত্র ভরসা, চাষবাস সেই চাষবাস বন্ধ হয়ে যাচ্ছে সুন্দরবনের জীবিকাই টান পড়ছে। সুন্দরবনের মানুষের বিভিন্ন দাবী তোলা হবে এই মেলা থেকে। ২৯ তারিখ পর্যন্ত এই মেলা চলবে।
advertisement
advertisement
Suman Saha
view commentsLocation :
First Published :
December 22, 2022 11:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24bParganas News: বাসন্তিতে ২৬তম সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসব শুরু