Fake Liquor: দেশি ও বিদেশি মদে একী মেশানো হচ্ছে? বিষাক্ত নকল মদ! ঘটনায় শোরগোল

Last Updated:

Fake Liquor: নকল মদ! শুধু দেশি নয় বাজারে বিদেশি নকল মদও বিক্রি হচ্ছে! কী মেশানো হচ্ছে তাতে? জানলে আতঙ্ক হবে!

এনজেপি থানায় বাজেয়াপ্ত করা মদ তৈরীর স্পিরিট
এনজেপি থানায় বাজেয়াপ্ত করা মদ তৈরীর স্পিরিট
শিলিগুড়ি : নকল দেশি ও বিদেশি মদ তৈরিতে ব্যবহার হয় এই কাঁচা স্পিরিট পাচারের ছক বানচাল করল পুলিশ। পাচার করার আগেই ফুলবাড়ি টোল প্লাজা থেকে ৪০০ লিটার কাঁচা স্পিরিট উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ২ জন । ধৃতদের নাম রঞ্জিত থাপা ও পইজার হোসেন।
জানা গিয়েছে, বুধবার রাতে ঘোষপুকুর থেকে একটি পিকআপ ভ্যানে দুটি ড্রামে ৪০০ লিটার কাঁচা স্পিরিট নিয়ে বীরপাড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই খবর আসে পুলিশের কাছে।গোপন সূত্রে এই খবর পেয়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ফুলবাড়ি টোল গেটে ঘাঁটি গাড়ে। পিক আপ ভ্যানে করে পাচারের চেষ্টা করছিল তারা। এরপর গাড়িটি সেখানে পৌঁছাতেই আটক করা হয়। তল্লাশি চালিয়ে সেই গাড়ি থেকে উদ্ধার হয় ৪০০ লিটার কাঁচা স্পিরিট। সঙ্গে সঙ্গে কাঁচা স্পিরিট পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন:
প্রসঙ্গত, এর আগেও এই রাস্তা দিয়ে মদ তৈরি করার স্পিরিট নিয়ে বহু বার পাচার করার ছক করেছে বহু অসাধু ব্যাক্তিরা। বড় বড় তাদের আটকেওছে পুলিশ কিন্তু তাতেও কোনো সুরাহা হচ্ছে না। কেন এই চোরা কারবার আটকানো যাচ্ছে না তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে । তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকল দেশি ও বিদেশি মদ তৈরিতে ব্যবহার হয় এই কাঁচা স্পিরিট।এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Fake Liquor: দেশি ও বিদেশি মদে একী মেশানো হচ্ছে? বিষাক্ত নকল মদ! ঘটনায় শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement