Siliguri: প্লাস্টিক বন্ধে মাটির কাপ বানিয়ে লাভের আশায় পাল পাড়ার মৃৎশিল্পীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
প্লাস্টিকের চায়ের কাপের বিকল্প মাটির ভার এর চাহিদা এখন তুঙ্গে। খুশি মাটিগাড়ার মৃৎশিল্পীরা।
#মাটিগাড়া : প্লাস্টিকের চায়ের কাপের বিকল্প মাটির ভার এর চাহিদা এখন তুঙ্গে। খুশি মাটিগাড়ার মৃৎশিল্পীরা। এই মাটির চায়ের ভাড় তৈরি করছেন মাটিগাড়ার পালপাড়ার বেশকিছু মৃৎশিল্পী৷ তারা সারাবছর মাটির বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস, ফুলের টব, পুজোর সামগ্রী তৈরী করলেও তারা এখন তৈরিকরছেন মাটির চায়ের ভাড়। পরিবেশকে রক্ষা করার জন্য এবং পরিবেশকে দুষন মুক্ত করতে ১লা জুলাই থেকে সিঙ্গল ইউজ প্লাস্টিক বা একক ব্যবহারের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করছে কেন্দ্র৷ পরিবেশ দূষণের মূল কারন হল প্লাস্টিক বা প্লাস্টিকজাত বর্জ্য।
advertisement
প্লাস্টিক মাটিতে পচে যায় না৷ মাটিতে থেকে দুষণ ছড়ায় তেমন পুড়িয়ে দিলে বাতাসে দুষণ ছড়ায়৷ তাই পরিবেশকে বাঁচাতে এর ব্যবহার নিষিদ্ধ করে দিল সরকার ৷ সরকারি ঘোষণায় বলা হয়েছে যে, সারা দেশে ১লা জুলাই থেকে সিঙ্গল-ইউজ প্লাস্টিক বা এক বার ব্যবহার করা যাবে এমন প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এই তালিকায় রয়েছে প্রায় ১৯টি প্লাস্টিকজাত দ্রবের নাম৷ প্লাসটিকের জায়গায় বিকল্প উপায় বেছে নিতে হবে।
advertisement
এই সিঙ্গল ইউজ প্লাস্টিকজাত দ্রবগুলির মধ্যে রয়েছে চায়ের কাপ৷ এই প্লাস্টিকের চায়ের কাপের বিকল্প মাটির ভাড় বা মাটির কাপ৷ এই মাটির তেরিচায়ের কাপ তৈরি করছেন মাটিগাড়ার পালপাড়ার বেশকিছু মৃৎশিল্পী৷ তারা সারাবছর মাটির বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস, ফুলের টব, পুজোর সামগ্রী তৈরিকরলেও তারা এখন তৈরিকরছেন মাটির তৈরি চায়ের কাপ৷ এবং সেই চায়ের কাপ বানিয়ে কিছুটা হলেও লাভের আশায় মাটিগাড়ার পাল পাড়ার মৃৎশিল্পীরা।
advertisement
মাটিগাড়ার মৃৎশিল্পী দেবেশ পাল জানান, প্লাস্টিক পুরো দেশ তথা শহরজুড়ে বন্ধ হয়ে গিয়েছে, আগে এই মাটির কাপের চাহিদা ছিল না। তবে এখন বিভিন্ন জায়গা থেকে মাটির কাপ বানানোর জন্য প্রচুর অর্ডার আসছে। তাই আমরা অনেকটাই খুশি । তিনি আরো জানান যে প্লাস্টিক ব্যবহার যতটা কম করা যায় ততই ভালো এতে পরিবেশ তথা মানুষ অনেক শান্তিতে থাকবে।
advertisement
Anirban Roy
Location :
First Published :
August 24, 2022 2:06 PM IST