Siliguri: দিনে নয়, এবার থেকে শুধু রাতে হবে বিধান মার্কেটের সাফাইকাজ

Last Updated:

বিধান মার্কেট কে পরিষ্কার রাখতে চালু হলো রাত্রিকালীন পুর পরিষেবা। প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম শিলিগুড়ির ঐতিহ্য বিধান মার্কেট ও শেঠ শ্রীলাল মার্কেটে।

+
title=

#শিলিগুড়ি : বিধান মার্কেট কে পরিষ্কার রাখতে চালু হলো রাত্রিকালীন পুর পরিষেবা। প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম শিলিগুড়ির ঐতিহ্য বিধান মার্কেট ও শেঠ শ্রীলাল মার্কেটে। সেই কারণে আবর্জনাও একটু অন্যান্য এলাকা থেকে বেশি হয় এই দুটি মার্কেটে। প্রতিনিয়ত পুর কর্মীরা সকালে তাদের দায়িত্ব পালন করলেও ঘণ্টা দুয়েক যেতে না যেতেই ফের আবর্জনার স্তুপে পরিণত হয় এই মার্কেট দুটি। তাই এই জঞ্জাল সমস্যা হঠাতে রাত্রিকালীন জঞ্জাল পরিষ্কার পরিষেবা চালু করা হলো শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে।
 
 
advertisement
বর্ষা হলেই বিধান মার্কেট চত্বরে প্রচুর জল জমে যেত, মূলত নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্যই এমনটা হতো যত্রতত্র নোংরা ফেলে দেওয়া হতো এবং সেই নোংরা গুলোই নিকাশি ব্যবস্থার পথে বাধা হয়ে দাঁড়াতো। তাই সকালে একবার পরিষ্কার হলেও রাত্রিকালীন এই জঞ্জাল পরিষ্কার করলে কিছুটা হলেও মার্কেট চত্বর পরিষ্কার থাকতে সুবিধা হবে বলে মনে করছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়াও তিনি আরো জানান বিধান মার্কেট পর্যটকদের কাছে অন্যতম একটা পরিচিত মার্কেট।
advertisement
 
সকলেই এই মার্কেটে আসে তাই মার্কেট তথা শহর পরিষ্কার রাখতে পুরনিগম আরো বেশি করে কাজ করবে। মুলত দূর-দূরান্ত থেকে বহু পর্যটক সামগ্রী কিনতে এই মার্কেটে উপস্থিত হয়, সেই কারণে নিজেদের সুনাম বজায় রাখতে রাত্রিকালীন পুরপরিষেবা চালু করল শিলিগুড়ি পুরসভা।
advertisement
 
পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিকদের উপস্থিতিতে এই পরিশেবা চালু করা হয়। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান,, বিগত সময়ে এই ব্যবস্থা চালু থাকলেও তা সম্পুর্ন রুপে সার্থকতা পায়নি, সেই কারণে ফের আবারও এই পরিষেবা চালু করা হল ব্যাবসায়ীদের স্বার্থে। বিধান মার্কেটের ব্যবসায়ীরাও আশাবাদী যে রাত্রিকালীন এরকম জঞ্জাল পরিষ্কার পরিষেবা প্রদান করলে কিছুটা হলেও সমস্যার সমাধান ঘটবে।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: দিনে নয়, এবার থেকে শুধু রাতে হবে বিধান মার্কেটের সাফাইকাজ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement