Siliguri: নিষেধাজ্ঞার বেড়াজালে ডেকরেটররা! মন্ডপের থার্মোকলের সাজ বিশ বাঁও জলে

Last Updated:

নিয়মের বেড়াজালে পড়ে অসহায় শিলিগুড়ির ডেকরেটররা। পুজো চলে আসছে। গত দুবছর ধরে করোনাকালের জন্য এমনিতেই ডেকরেটরদের অবস্থা খারাপ ছিল।

+
title=

#শিলিগুড়ি : নিয়মের বেড়াজালে পড়ে অসহায় শিলিগুড়ির ডেকরেটররা। পুজো চলে আসছে। গত দুবছর ধরে করোনাকালের জন্য এমনিতেই ডেকরেটরদের অবস্থা খারাপ ছিল। মূলত, বছরের শুরুতেই পুজোর প্যান্ডেল তৈরির জন্য থার্মোকল দিয়ে কাজ করে থাকে এবং সেই হিসেবে তারা অর্ডার নেয় এবং কাজ করে। কিন্তু এবছর প্লাস্টিক নিষিদ্ধ হওয়ায় ক্ষতির মুখে তারা। থার্মকল নিষিদ্ধ হওয়ায় ক্ষতির মুখে তারা।প্রসঙ্গত,শহরের খুচরা বাজার জুড়ে ব্যবহার কমিয়েছে প্লাস্টিকের সঙ্গে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (PCB) এখন পলিস্টেরিনের মতো অন্যান্য নিষিদ্ধ আইটেম, যা থার্মোকল নামে পরিচিত , এটি আরেকটি অ-বায়োডিগ্রেডেবল আইটেম ,যা ক্ষয় হতে প্রায় ৫০০ বছর- ১ মিলিয়ন বছর সময় লাগে।
 
 
advertisement
ইউএস ন্যাশনাল টক্সিকোলজি প্রোগ্রাম এটিকে মানব কার্সিনোজেন হিসাবে নিশ্চিত করেছে। তাই থার্মোকল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। করোনা কাল পরিস্থিতির জন্য গত দু'বছর ধরে ডেকোরেটার্সদের মাথায় হাত পড়েছিল এমনিতেই সকলে এই পেশা ছেড়ে অন্য নানারকম পেশায় যুক্ত হয়ে যাচ্ছিল। তবে এই বছর তাদের মুখে হাসি ফোটে কিন্তু থার্মোকলের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্ষতির মুখে ডেকোরেটার্স কর্তৃপক্ষ।
advertisement
 
তবে রাজ্যব্যাপী ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে আরজি জানানো হয়েছে যে যেহেতু পুজোর কাজ কর্মের জন্য বছরের শুরু থেকেই ডেকোরেটার্সরা কাজ শুরু করে দেয়। তাই বছরও বিভিন্ন থার্মোকলের ডেকোরেশন তারা করে রেখেছিল। হঠাৎই এই নিয়ম লাগু হওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
advertisement
 
বিভিন্ন ক্লাব এই ডেকোরেশন দেখেই তাদের অর্ডার দেয় এবং ইতিমধ্যেই তারা ক্লাবগুলো সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কিন্তু থার্মোকল বন্ধের উপর নিষেধাজ্ঞা জারির নোটিশ দেওয়ার পর যদি তারা চুক্তি থেকে বঞ্চিত হয়ে যায় বা কাজগুলি না করতে পারে তাহলে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হবে বলে জানিয়েছেন শিলিগুড়ি ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গোপাল সরকার। তিনি আরো জানান তারাও প্লাস্টিক এবং থার্মোকলের বিরোধী কারণ এটি পরিবেশ দূষণের অন্যতম একটি বস্তু কিন্তু এবছর যেহেতু জিনিসপত্র বানানো হয়ে গিয়েছে তাই শুধুমাত্র এই বছরের জন্য যদি তাদের ছাড় দেওয়া হয় তবে তারা ভীষণভাবে উপকৃত হবে বলে জানিয়েছেন।
advertisement
 
 
 
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: নিষেধাজ্ঞার বেড়াজালে ডেকরেটররা! মন্ডপের থার্মোকলের সাজ বিশ বাঁও জলে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement