হোম /খবর /শিলিগুড়ি /
জল সমস্যা মেটাতে সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের শুরু মাটিগাড়ায়

Siliguri News: জল সমস্যা মেটাতে সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের শুরু মাটিগাড়ায়

X
সৌর [object Object]

সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্প শুরু হল আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৈতন্যপুর বিনয়নগর এলাকায়

  • Share this:

মাটিগাড়া, শিলিগুড়ি: গ্রামাঞ্চলে বাড়ি-বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে সৌর বিদ্যুতে ভরসা রাখছে আঠারোখাই গ্রাম পঞ্চায়েত। সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্প শুরু হল আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৈতন্যপুর বিনয়নগর এলাকায়। সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের উদ্বোধন করতে এসে সভাধিপতি অরুণ ঘোষ বলেন, "জল সরবরাহ প্রকল্প চালু রাখতে বিদ্যুৎ প্রয়োজন। বিদ্যুতের খরচের জোগান দেওয়া মুশকিল। গ্রামবাসীর থেকে বিদ্যুৎ খরচের টাকা নিলে সমস্যা হতে পারে। তাই সৌর বিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা।''

দীর্ঘদিন থেকেই এই অঞ্চলে ছিল পানীয় জলের তীব্র কষ্ট। অভিযোগ, বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও পানীয় জলের সমস্যা দূর হয়নি, যা নিয়ে ক্ষোভ ছিল বাসিন্দাদের মধ্যে। আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সম্প্রতি পানীয় জল প্রকল্পটির কাজ সম্পূর্ণ হয়েছে। সেই প্রকল্পের উদ্বোধন করে শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। পাশাপাশি ১৪ টি নতুন প্রকল্পের শিলান্যাস করা হয় এদিন। তিনি জানান, '' এর ফলে প্রাথমিকভাবে প্রকল্প খরচ একটু বেশি হলেও দীর্ঘমেয়াদিভাবে বিদ্যুতের খরচে সাশ্রয় হবে। খুব অল্প সময়ের মধ্যে প্রায় তিন কোটি টাকার কাজ আঠারোখাই গ্রাম পঞ্চায়েত করতে পেরেছে। আগামী দিনে আরও বেশি কাজ করতে পারবে বলে তিনি আশা করছেন।

গ্রামের উপপ্রধান সন্তু দাস জানিয়েছেন, "গ্রামে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা ছিল। এবার এই সমস্যার সমাধান ঘটল। সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্প চালু হল বিনয়নগর অঞ্চলে।  গ্রামবাসীর দীর্ঘদিনের সমস্যার  কিছুটা হলেও সমাধান হয়েছে। সকলে খুব খুশি। আমরা এই ভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করতে চাই।"স্থানীয় বাসিন্দা অমলেন্দু দাম জানান, " আমরা খুব খুশি। পরিশোধিত জল আনতে বহুদূর যেতে হত। এখন বাড়ির কাছেই জল পাব।''

অনির্বাণ রায়

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Siliguri News