Siliguri News: বাড়িতেই তৈরি হচ্ছিল অবৈধ নকল মদ! ৮০০ লিটার স্পিরিট সহ গ্রেফতার এক!
- Published by:Piya Banerjee
Last Updated:
Siliguri News: গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি চালাতেই হাতে নাতে ধরা হল এক ব্যক্তিকে! এই অবৈধ মদ কোথায় পাঠানো হত? ৮০০ লিটার স্পিরিট? জানুন
#শিলিগুড়ি : ৮০০ লিটার অবৈধ মদ তৈরির স্পিরিট। হাতিয়াডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার এক ব্যক্তি। এদিন অভিযান চালিয়ে এসওজির স্পেশাল ওপারেশনে গ্রুপ বিরাট সাফল্য পায় । এদিন মাঝ রাতে হাতিয়াডাঙ্গা এলাকাতে অভিযান চালায় আশিঘর ফাঁড়ির পুলিশ ও এসওজির স্পেশাল ওপারেশনে গ্রুপ । উদ্ধার করেন ৮০০ লিটার অবৈধ মদ তৈরির স্পিরিট! গ্রেফতার এক ব্যক্তি ।গভীর রাতে গোপন সুত্রের খবর পেয়ে এই অভিযান চালায়! ৪টি ড্রামে ভরে স্পিরিট বাড়ির ভেতরে রাখা ছিল । বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে পুলিশের মাদক বিরোধী এই অভিযান লাগাতার চলতে থাকবে ।
নেশাজাতীয় মাদক পদার্থের বিরুদ্ধে লাগাতার শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এদিন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ লিটার অবৈধ স্পিরিট সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
ধৃত ওই ব্যাক্তির নাম নিকুঞ্জ রায় । তার বয়স ৪৭ । তার বাড়ি হাতিয়াডাঙ্গা এলাকাতে। দিনের পর দিন দেখা যাচ্ছে আশিগর ফাঁড়ির সংলগ্ন এলাকা নেশার আতুর ঘরে পরিণত হয়েছে।শহরকে নেশামুক্ত করতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ লাগাতার মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু আদৌ কি তাতে কোনো সুরাহা হচ্ছে । প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
First Published :
November 10, 2022 7:05 PM IST