Howrah News: নস্কর পরিবারের বিছানায় ভয়ঙ্কর কাণ্ড! ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে
- Published by:Piya Banerjee
Last Updated:
Howrah News: বিছানায় এসব কী? ভয়াবহ কাণ্ড ঘটল হাওড়ার নস্কর বাড়িতে। ভিডিও চমকে দেবে!
#হাওড়া: বিছানায় যা কাণ্ড দেখে বাড়ির লোকের চক্ষু চরক গাছ।প্রায় পাঁচ থেকে ছয় ফুট লম্বা গোখরো বিছানার ওপর এক পাশে শুয়ে রয়েছে। হাওড়া ডোমজুড় ব্লকের লক্ষণপুরের একটি গৃহস্থ বাড়িতে বিছানার এক পাশে শুয়ে রয়েছে লম্বা গোখরো, যা দেখে রীতিমত স্তম্ভিত হয়ে পড়ে পরিবারের লোকজন। সেই মুহূর্তে বাকরুদ্ধ প্রায় পরিবারের সকল সদস্য। ঘটনাটি ঘটেছে লক্ষণপুর ২ নং অঞ্চলের অন্তর্গত মানিক নস্করের বাড়িতে।
কিভাবে মানিক বাবুর বাড়ির বিছানায় ওই বিষধর সাপ উঠে এলো কোথা থেকে এলো তা মোটেও আন্দাজ করতে পারেনি ওই পরিবার।বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পরিবারের, এখনও আতঙ্কের রেস কাটেনি ওই পরিবারের।
advertisement
জানা যায়, স্থানীয় পশুপ্রেমী কিশোর হাজরা ডোমজুর মাকড়দহের ফ্রেন্ডস অফ অনিমেল গ্রুপে খবর দেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয়, সংগঠনের সদস্য রামু ঘটনাস্থলে পৌঁছে বিশাল আকার বিষধর সাপটিকে উদ্ধার করে আনে মাকড়দহে, ওই সংগঠনের পক্ষ থেকে বন দফতরে খবর দেওয়া হয়। সেখান থেকেই বন দফতরের হাতে সাপটিকে তুলে দেবে বলে জানা গেছে।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
First Published :
November 10, 2022 6:53 PM IST