Malda News: সদ্যোজাতকে ব্রিজ থেকে ছুড়ে ফেলে পালালো মহিলা! অমানবিক দৃশ্য দেখল মালদহ
- Published by:Piya Banerjee
Last Updated:
Malda News: বস্তাবন্দি সদ্যোজাতকে ব্রিজের উপর থেকে নদীতে ছুঁড়ে ফেলে পালালো এক অজ্ঞাত পরিচয় মহিলা। ভয়াবহ ঘটনা মালদহে!
#মালদহ: বস্তাবন্দি সদ্যোজাতকে ব্রিজের উপর থেকে নদীতে ছুঁড়ে ফেলে পালালো এক অজ্ঞাত পরিচয় মহিলা। ব্রিজের নীচে থেকে কয়েকজন লক্ষ করলেও প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। মহিলা চলে যাওয়ার পর ব্রিজের নীচে থাকা কয়েকজন কিশোর গিয়ে দেখে বস্তার ভেতরে সদ্যোজাত রক্তাক্ত অবস্থায় রয়েছে। ছুটে আসে আশেপাশের বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে এমনি এক অমানবিক ঘটনার স্বাক্ষী থাকলো মালদহ। এদিন দুপুরে মালদহ শহরের বালুচর এলাকায় মহানন্দা সেতুর উপর থেকে বস্তাবন্দি অবস্থায় সদ্যোজাতকে নদীতে ছুঁড়ে ফেলেন মহিলা বলে অভিযোগ।
বস্তাটি নদীর জলে না পড়ে নদীর পাড়ে পড়ে যায়। সেখানে উপস্থিত কয়েকজন যুবক ও কিশোর ঘটনাটি লক্ষ করে।সেই সময় তারা ব্রিজের নীচে দাঁড়িয়ে ছিল। মহিলা চলে যেতেই কয়েকজন কিশোর বস্তার কাছে যায়। গিয়ে দেখে বস্তার ভেতরে সদ্যোজাত। তার মুখ রক্তাক্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে সেখানে ছুটে যায় স্থানীয়রা।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, প্রথমদিকে হয়ত সদ্যোজাতটি বেঁচে ছিল। ব্রিজ থেকে নীচে ফেলায় মারা গিয়েছে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে। তবে এমন ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শী দীপ সাহা বলেন, এখানকার কয়েকজন বাচ্চা ব্রিজ থেকে ছুঁড়ে ফেলতে দেখেছে। আমি লক্ষ করলাম মহিলা ছুঁড়ে ফেলার পর পালিয়ে গেল। বস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় সদ্যোজাতকে দেখতে পায়।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
First Published :
November 10, 2022 6:45 PM IST