খড়িবাড়ি: জাল আধার দেখিয়ে নেপালে প্রবেশের আগে গ্রেফতার ২ বাংলাদেশী ও এক ভারতীয় যুবক। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির ৪১নং ব্যাটেলিয়ানের হাতে জাল আধার সহ গ্রেফতার দুই বাংলাদেশী। এসএসবি সূত্রে খবর, ধৃতরা আধার কার্ড দেখিয়ে নেপালে চোখ পরীক্ষার নাম করে প্রবেশ করতে লাইনে দাঁড়িয়ে ছিল।
সীমান্তে এসএসবির সন্দেহ হওয়ায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এসএসবির জওয়ানরা। পরে জিজ্ঞাসাবাদে ধৃতরা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে। ধৃত দুই বাংলাদেশী গোনাস সাহা ও অনুপম সাহা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অন্যদিকে ধৃত ভারতীয় যুবক দীপঙ্কর দাস মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। ধৃত দুই বাংলাদেশী বাবা ও ছেলে বলে জানা গিয়েছে। ধৃত তিনজনকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিলে আজ শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গরমে পুড়ে যাচ্ছেন? জিভে ঠেকান এই জিনিস! মুহূর্তে কনকনে ঠান্ডা! শরীরে আরাম!
আরও পড়ুন:
খড়িবাড়ি থানার ওসি সুদীপ বিশ্বাস জানান এসএসবির অভিযোগের ভিত্তিতে ধৃতদের জেরা করতে রিমান্ডে নেওয়া হবে। পাশাপাশি জাল আধারের তদন্ত শুরু করা হবে। ধৃতদের কাছে থেকে জাল আধার উদ্ধার করেছে পুলিশ। ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এর আগেও চীনা নাগরিক সহ বিদেশী নাগরিক গ্রেফতার করা হয়েছিল।
বিশ্বজিৎ মিশ্র
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AADHAR, Crime, Siliguri News