Siliguri News: চিনা লাইটের দাপটে মোমবাতির কারখানা বন্ধ হবার উপক্রম!

Last Updated:

বর্তমান যুগে বাজারে হাজারো রকমারি টুনির লাইটের খেলায় মোমবাতির আলো শেষ হবার পথে।একটা সময় ছিল মোমবাতি ছাড়া দেওয়ালিতে বাড়ি আলোকিত করা অসম্পূর্ণ হোত।

+
title=

#শিলিগুড়ি : বর্তমান যুগে বাজারে হাজারো রকমারি টুনির লাইটের খেলায় মোমবাতির আলো শেষ হবার পথে।একটা সময় ছিল মোমবাতি ছাড়া দেওয়ালিতে বাড়ি আলোকিত করা অসম্পূর্ণ হত। আজ তা ধীরে ধীরে অন্ধকারে দিকে এগিয়ে যাচ্ছে।পূর্ব চয়নপাড়ার অসিত পালের মোমবাতি কারখানায় গিয়ে মোমবাতি শিল্পীদের সঙ্গে কথা বলতে উঠে আসে অনেক বেদনার কথা।কালীপুজো ও দীপাবলির প্রস্তুতি তুঙ্গে থাকলেও মোমবাতির চাহিদা না থাকায় চিন্তিত রাজ্যের মোমবাতি শিল্পীরা।
যুগের কালে দীপাবলির আলোর রোশনাই করতে মাটির প্রদীপ দিয়ে শুরু হয়েছিল তারপর সেটা মোমবাতি তে গিয়ে আটকেছে। কিন্তু এখন বর্তমান যুগে দীপাবলীতে এখন বিভিন্ন রকমের ইলেকট্রিক ল্যাম্প উঠে যাওয়ায় লাটে উঠতে চলেছে মোমবাতি। যাদের তৈরি মোমবাতির আলোয় ঝলমল করত দীপাবলির রাত। সেই মোমবাতি শিল্পীদের ঘরই আজ অন্ধকার। কারণ মোমবাতির জায়গা কেড়েছে বৈত্যুতিক মোমবাতি, টুনি লাইট ও এলইডি।
advertisement
advertisement
বর্তমান মোমবাতি কারখানার মালিক রঞ্জন পাল বলেন ৩০ - ৩২ বছর ধরে বাপঠাকুদার ব‍্যবসা বর্তমানে চায়না টুনি লাইটের দাপটে ব‍্যবসা করা দায় হয়ে পরেছে। কোন ভাবে ব‍্যবসা টিকিয়ে রাখছি,এখন একটাই উপায় টুনি লাইট কমলে মোমবাতি আবার একটু বারতে পারে। একই সাথে সুভাষ সরকার মোমবাতি কারিগর জানান এই মোমবাতির সঙ্গে জড়িয়ে আছে শৌশবের কত স্মৃতি। বর্তমানে বাজার ছেয়ে রয়েছে চাইনিস আলো। এখন যা অবস্থা সারা বছরে যা মোম তৈরী করি তা আগের তুলনায় অর্ধেক। এভাবে চলতে থাকলে আগামীতে তাদের অন‍্য কারখানার মতন বন্ধ করে দিতে হবে।
advertisement
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: চিনা লাইটের দাপটে মোমবাতির কারখানা বন্ধ হবার উপক্রম!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement