Siliguri News: কালীপুজো বিসর্জন-ছট পুজোয় জলে নামা! চিন্তায় প্রশাসন

Last Updated:

মালবাজারে দশমীর দিন বিসর্জনের সময় নদীতে হড়পার তোড়ে ভেসে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছিলেন। আহত হন অনেকে। এরপরেই কালীপুজোর বিসর্জন নিয়ে কড়াকড়ির সিদ্ধান্ত প্রশাসনের।

+
title=

#শিলিগুড়ি : মালবাজারে দশমীর দিন বিসর্জনের সময় নদীতে হড়পার তোড়ে ভেসে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছিলেন। আহত হন অনেকে। এরপরেই কালীপুজোর বিসর্জন নিয়ে কড়াকড়ির সিদ্ধান্ত প্রশাসনের। কালীপুজোর বিসর্জন অথবা ছটপুজোয় ঠিক কী হবে? নদীতে নামতে দেওয়া হবে কি না, তা নিয়ে চিন্তায় শিলিগুড়ি পুরনিগম। রামকিঙ্কর হলে কালীপুজো এবং ছটপুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে পুরো বিষয়টি জেলা প্রশাসন এবং পুলিশের ওপর ঠেলে দিয়েছেন পুরকর্তারা।
পুলিশ যে গাইডলাইন দেবে, তা মেনেই সকলকে চলতে হবে বলে জানিয়ে দিয়েছেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। পুলিশ যদি মনে করে বিসর্জনে কেউ জলে নামতে পারবে না, তবে কাউকেই জলে নামতে দেওয়া হবে না বলে তাঁর বক্তব্য। তবে কালীপুজোর বিসর্জন এবং ছটপুজোয় বিভিন্ন ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হবে বলে মহকুমা শাসক প্রিয়াংকা সিং বৈঠকে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েত সদস্যের পরিচয় দিয়ে প্রতারণা! পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
তবে এই বিষয়ে পুলিশের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পর পুলিশের গাইডলাইন তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। এদিন গৌতম বলেন, ‘জলে নামার বিষয়ে পুলিশ গাইডলাইন তৈরি করবে। পুলিশ যা বলবে আমরা সেটাই মেনে কাজ করব। তবে একদম কড়াকড়ি করা হবে।তাই এবার শিলিগুড়িতেও বিশেষ ব্যবস্থা নিতে চাইছে প্রশাসন। সূত্রের খবর, কালীপুজোর বিসর্জনে নদীতে নামতে বারণ করা হতে পারে। বিসর্জনের জন্য সিভিল ডিফেন্স এবং পুরনিগমের কর্মীদের মোতায়েন করার চিন্তাভাবনা রয়েছে। ঘাটের কাছ থেকেও তাঁরাই প্রতিমা নিরঞ্জন করে দিতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মুকুটে নতুন পালক, শিলিগুড়ি শহর জুড়ে এবার চলবে লোকাল ট্রেনও!
তবে, এই বিষয়ে এখনও সিলমোহর পড়েনি। ছটপুজোর ক্ষেত্রে পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে। রামকিঙ্কর হলে কালীপুজো এবং ছটপুজো নিয়ে বৈঠকে ছটঘাটগুলিতে বাড়তি আলোর ব্যবস্থা করার আবেদন জানিয়েছে পুজো কমিটিগুলি। এবছর বেশি বৃষ্টির জেরে নদীতে জল বাড়ায় পাড় ভাঙতে শুরু করেছে। তাই অতিরিক্ত বালির বস্তা, আর্থমুভার, ডাম্পার আগে থেকেই রাখার দাবি করেছেন পুজো কমিটির উদ্যোক্তারা।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: কালীপুজো বিসর্জন-ছট পুজোয় জলে নামা! চিন্তায় প্রশাসন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement